দিল্লি, 30 মে : প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ সন্ধ্যায় রাইসিনা হিলসে তিনি শপথ নেবেন । তার আগে মোদি দিন শুরু করলেন বিশিষ্টদের শ্রদ্ধা জানিয়ে ।
আজ প্রথমেই তিনি যান রাজঘাটে । মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান । ভোটপ্রচারে সপ্তমে উঠেছিল রাহুল গান্ধি-নরেন্দ্র মোদি তরজা । একে অপরকে নানা ইশুতে আক্রমণ করেছিলেন । কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু করার আগে প্রথমেই মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যেন এক রাজনৈতিক বার্তা দেওয়ারই চেষ্টা করলেন মোদি । তিনি যে জাতির জনককে সামনে রেখে, তাঁর আদর্শকে শ্রদ্ধা জানিয়েই আগামী দিনে চলতে চান সেকথাই যেন প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাইলেন । পাশাপাশি কংগ্রেসের উদ্দেশেও একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন ।
তাঁর আমলে একটি বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন দলের একাংশ । মুখ খুলেছেন বিরোধীরাও । বিষয়টি ছিল মোদি-শাহ জুটি নাকি ব্রাত্য করে দিয়েছেন প্রবীণদের । অটলবিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশির মতো প্রবীণদের উপেক্ষা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন সেই উপেক্ষারই জবাব দেওয়ার চেষ্টা করলেন মোদি । শ্রদ্ধা জানাতে গেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির স্মৃতিসৌধে । শ্রদ্ধা জানালেন । পাশে তখন দলের 'নম্বর 2' অমিত শাহ । ঠিক যেমনভাবে লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর ছুটে গেছিলেন আদবানি ও যোশির কাছে । তখন যেভাবে প্রবীণদের শ্রদ্ধা- সম্মান জানানোর বার্তা দিয়েছিলেন আজ যেন অনেকটা সে পথেই হাঁটলেন মোদি ।
ভোট প্রচারের সময় তাঁর অন্যতম হাতিয়ার ছিল সেনাবাহিনীর সাফল্য । বারবার জঙ্গি নিধন থেকে শুরু করে একাধিক ইশুতে সেনার সাফল্যের কথা তুলে ধরেছিলেন । আজ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই যারা পূর্ণতা দিলেন । প্রচ্ছন্ন বার্তা, দেশের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাঁদের কাছে তিনি মাথা নত করবেন । অর্থাৎ দ্বিতীয় ইনিংস শুরুর আগে আরও একবার মোদি বুঝিয়ে দিলেন সেনাবাহিনীর পাশে তিনি আছেন ।