ETV Bharat / briefs

দ্বিতীয় ইনিংস শুরুর আগে সকালে রাজঘাট-অটল সমাধিতে শ্রদ্ধার্ঘ্য মোদির - prime-minister-narendra-modi-pays-tribute-at-the-national-war-memorial-in-delhi

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি ।

সন্ধ্যায় শপথ, সকালে রাজঘাট-অটল সমাধিতে শ্রদ্ধার্ঘ্য মোদির
author img

By

Published : May 30, 2019, 7:54 AM IST

Updated : May 30, 2019, 11:11 AM IST

দিল্লি, 30 মে : প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ সন্ধ্যায় রাইসিনা হিলসে তিনি শপথ নেবেন । তার আগে মোদি দিন শুরু করলেন বিশিষ্টদের শ্রদ্ধা জানিয়ে ।

আজ প্রথমেই তিনি যান রাজঘাটে । মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান । ভোটপ্রচারে সপ্তমে উঠেছিল রাহুল গান্ধি-নরেন্দ্র মোদি তরজা । একে অপরকে নানা ইশুতে আক্রমণ করেছিলেন । কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু করার আগে প্রথমেই মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যেন এক রাজনৈতিক বার্তা দেওয়ারই চেষ্টা করলেন মোদি । তিনি যে জাতির জনককে সামনে রেখে, তাঁর আদর্শকে শ্রদ্ধা জানিয়েই আগামী দিনে চলতে চান সেকথাই যেন প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাইলেন । পাশাপাশি কংগ্রেসের উদ্দেশেও একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন ।

Amit Shah
অটলবিহারী বাজপেয়ির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ

তাঁর আমলে একটি বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন দলের একাংশ । মুখ খুলেছেন বিরোধীরাও । বিষয়টি ছিল মোদি-শাহ জুটি নাকি ব্রাত্য করে দিয়েছেন প্রবীণদের । অটলবিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশির মতো প্রবীণদের উপেক্ষা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন সেই উপেক্ষারই জবাব দেওয়ার চেষ্টা করলেন মোদি । শ্রদ্ধা জানাতে গেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির স্মৃতিসৌধে । শ্রদ্ধা জানালেন । পাশে তখন দলের 'নম্বর 2' অমিত শাহ । ঠিক যেমনভাবে লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর ছুটে গেছিলেন আদবানি ও যোশির কাছে । তখন যেভাবে প্রবীণদের শ্রদ্ধা- সম্মান জানানোর বার্তা দিয়েছিলেন আজ যেন অনেকটা সে পথেই হাঁটলেন মোদি ।

modi
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদি

ভোট প্রচারের সময় তাঁর অন্যতম হাতিয়ার ছিল সেনাবাহিনীর সাফল্য । বারবার জঙ্গি নিধন থেকে শুরু করে একাধিক ইশুতে সেনার সাফল্যের কথা তুলে ধরেছিলেন । আজ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই যারা পূর্ণতা দিলেন । প্রচ্ছন্ন বার্তা, দেশের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাঁদের কাছে তিনি মাথা নত করবেন । অর্থাৎ দ্বিতীয় ইনিংস শুরুর আগে আরও একবার মোদি বুঝিয়ে দিলেন সেনাবাহিনীর পাশে তিনি আছেন ।

দিল্লি, 30 মে : প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ সন্ধ্যায় রাইসিনা হিলসে তিনি শপথ নেবেন । তার আগে মোদি দিন শুরু করলেন বিশিষ্টদের শ্রদ্ধা জানিয়ে ।

আজ প্রথমেই তিনি যান রাজঘাটে । মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান । ভোটপ্রচারে সপ্তমে উঠেছিল রাহুল গান্ধি-নরেন্দ্র মোদি তরজা । একে অপরকে নানা ইশুতে আক্রমণ করেছিলেন । কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু করার আগে প্রথমেই মহত্মা গান্ধির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে যেন এক রাজনৈতিক বার্তা দেওয়ারই চেষ্টা করলেন মোদি । তিনি যে জাতির জনককে সামনে রেখে, তাঁর আদর্শকে শ্রদ্ধা জানিয়েই আগামী দিনে চলতে চান সেকথাই যেন প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাইলেন । পাশাপাশি কংগ্রেসের উদ্দেশেও একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন ।

Amit Shah
অটলবিহারী বাজপেয়ির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ

তাঁর আমলে একটি বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন দলের একাংশ । মুখ খুলেছেন বিরোধীরাও । বিষয়টি ছিল মোদি-শাহ জুটি নাকি ব্রাত্য করে দিয়েছেন প্রবীণদের । অটলবিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশির মতো প্রবীণদের উপেক্ষা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন সেই উপেক্ষারই জবাব দেওয়ার চেষ্টা করলেন মোদি । শ্রদ্ধা জানাতে গেলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির স্মৃতিসৌধে । শ্রদ্ধা জানালেন । পাশে তখন দলের 'নম্বর 2' অমিত শাহ । ঠিক যেমনভাবে লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর ছুটে গেছিলেন আদবানি ও যোশির কাছে । তখন যেভাবে প্রবীণদের শ্রদ্ধা- সম্মান জানানোর বার্তা দিয়েছিলেন আজ যেন অনেকটা সে পথেই হাঁটলেন মোদি ।

modi
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদি

ভোট প্রচারের সময় তাঁর অন্যতম হাতিয়ার ছিল সেনাবাহিনীর সাফল্য । বারবার জঙ্গি নিধন থেকে শুরু করে একাধিক ইশুতে সেনার সাফল্যের কথা তুলে ধরেছিলেন । আজ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই যারা পূর্ণতা দিলেন । প্রচ্ছন্ন বার্তা, দেশের প্রতি যারা প্রাণ দিয়েছেন তাঁদের কাছে তিনি মাথা নত করবেন । অর্থাৎ দ্বিতীয় ইনিংস শুরুর আগে আরও একবার মোদি বুঝিয়ে দিলেন সেনাবাহিনীর পাশে তিনি আছেন ।

Chennai, May 30 (ANI): Locals in Chennai have to rely on tankers and hand pumps for water needs. The piped water supply has been reduced amid water crisis. Several reservoirs including Puzhal Lake that supplies water to the city have almost dried up, causing water scarcity in the state capital.
Last Updated : May 30, 2019, 11:11 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.