ETV Bharat / briefs

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের মুখে কালি - physically assault

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে । ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে ।

অভিযুক্তকে মুখে কালি মাখানো হচ্ছে
author img

By

Published : May 7, 2019, 12:45 PM IST

আলিপুরদুয়ার, 7 মে : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল মন্দিরের মহারাজের বিরুদ্ধে । ঘটনাটি ফালাকাটা থানা এলাকার । গ্রেপ্তার করা হয়েছে ওই পুরোহিতকে । তার নাম নির্মল মহারাজ ।

রবিরার (5 মে) বিকেলে ফালাকাটা থানা এলাকায় একটি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল রিয়া (নাম পরিবর্তিত) । অভিযোগ, সেইসময় নির্মল প্রসাদ দেওয়ার নাম করে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে রিয়াকে ধর্ষণের চেষ্টা করে । অভিযোগ, এই কাজে তাকে মদত দেয় ওই মন্দিরের দু'জন কর্মী । বিষয়টি জানাজানি হওয়ার পর রবিবার বিকেল থেকে ফালাকাটা এলাকায় উত্তেজনা ছড়ায় । তার মুখে কালি মাখিয়ে দেয় এলাকার বাসিন্দারা । তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়। গতকাল ফালাকাটা থানায় রিয়ার ঠাকুমা অভিযোগ দায়ের করলে পুলিশ নির্মলকে গ্রেপ্তার করে । এই ঘটনায় অভিযুক্ত আরও দু'জন এখনও পলাতক ।

দেখুন ভিডিয়ো

ফালাকাটা থানার IC সমীর পাল বলেন, "এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । তার পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা করা হয়েছে । মঙ্গলবার তাকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে । ঘটনায় অভিযুক্ত আরও দু'জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি । তাদের খোঁজে তল্লাশি চলছে।"

আলিপুরদুয়ার, 7 মে : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল মন্দিরের মহারাজের বিরুদ্ধে । ঘটনাটি ফালাকাটা থানা এলাকার । গ্রেপ্তার করা হয়েছে ওই পুরোহিতকে । তার নাম নির্মল মহারাজ ।

রবিরার (5 মে) বিকেলে ফালাকাটা থানা এলাকায় একটি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল রিয়া (নাম পরিবর্তিত) । অভিযোগ, সেইসময় নির্মল প্রসাদ দেওয়ার নাম করে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে রিয়াকে ধর্ষণের চেষ্টা করে । অভিযোগ, এই কাজে তাকে মদত দেয় ওই মন্দিরের দু'জন কর্মী । বিষয়টি জানাজানি হওয়ার পর রবিবার বিকেল থেকে ফালাকাটা এলাকায় উত্তেজনা ছড়ায় । তার মুখে কালি মাখিয়ে দেয় এলাকার বাসিন্দারা । তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়। গতকাল ফালাকাটা থানায় রিয়ার ঠাকুমা অভিযোগ দায়ের করলে পুলিশ নির্মলকে গ্রেপ্তার করে । এই ঘটনায় অভিযুক্ত আরও দু'জন এখনও পলাতক ।

দেখুন ভিডিয়ো

ফালাকাটা থানার IC সমীর পাল বলেন, "এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । তার পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা করা হয়েছে । মঙ্গলবার তাকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হবে । ঘটনায় অভিযুক্ত আরও দু'জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি । তাদের খোঁজে তল্লাশি চলছে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.