ETV Bharat / briefs

3,688 কোটি টাকার প্রতারণার শিকার PNB ! - আর্থিক তছরূপ

এবার সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ দিয়ে ফেরত পেল না পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক । রিজ়ার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া এক নথিতে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেওয়ান হাউজ়িং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) 3,688.58 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল ।

The bank
The bank
author img

By

Published : Jul 11, 2020, 2:49 AM IST

দিল্লি,10 জুলাই: ফের ব্যাঙ্ক কেলেঙ্কারি । বর্তমানে দেউলিয়া হতে বসা দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) 3688.58 কোটি টাকা ঋণ দিয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক । গতকাল RBI-র কাছে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে, তারা জালিয়াতির শিকার । দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড ( DHFL) 3,688.58 কোটি টাকা জালিয়াতি করেছে।

DHFL-র এই আর্থিক তছরূপ প্রথম প্রকাশিত হয় একটি প্রতিবেদনে । সেখানে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শাখা কম্পানির শেয়ারগুলি দেখিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে 99000 কোটি টাকার লোন নিয়েছে আর ফেরত দিয়েছে মাত্র 31000 টাকা।

গত বছরের নভেম্বর মাসে রিজ়ার্ভ ব্যাঙ্ক DHFL-কে দেউলিয়া ঘোষণা করে।

দিল্লি,10 জুলাই: ফের ব্যাঙ্ক কেলেঙ্কারি । বর্তমানে দেউলিয়া হতে বসা দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) 3688.58 কোটি টাকা ঋণ দিয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক । গতকাল RBI-র কাছে এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে, তারা জালিয়াতির শিকার । দেওয়ান হাউজিং ফিনান্স লিমিটেড ( DHFL) 3,688.58 কোটি টাকা জালিয়াতি করেছে।

DHFL-র এই আর্থিক তছরূপ প্রথম প্রকাশিত হয় একটি প্রতিবেদনে । সেখানে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শাখা কম্পানির শেয়ারগুলি দেখিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে 99000 কোটি টাকার লোন নিয়েছে আর ফেরত দিয়েছে মাত্র 31000 টাকা।

গত বছরের নভেম্বর মাসে রিজ়ার্ভ ব্যাঙ্ক DHFL-কে দেউলিয়া ঘোষণা করে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.