ইসলামাবাদ, 9 জুন : পাকিস্তানে বাড়ছে কোরোনার সংক্রমণ। সেই দেশে একদিনে মৃত্যু হল 100-রও বেশি মানুষের।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, গত 24 ঘন্টায় কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 105 জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে 2 হাজার 172-এ। অন্যদিকে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 4 হাজার 646 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1 লাখ 8 হাজার 317 জন ।
এখনও পর্যন্ত পাকিস্তানে মোট 35 হাজার 18 জন কোরোনা আক্রান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় মোট 24 হাজার 620টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে।
পাকিস্তানের পঞ্জাবে কোরোনা আক্রান্ত হয়েছেন 40 হাজার 819 জন মানুষ। এরপরেই রয়েছে সিন্ধ, সেখানে আক্রান্তের সংখ্যা 39 হাজার 555। এছাড়াও খাইবার-পাখতুনখায় 14হাজার 6 জন, বালুচিস্তানে 6হাজার 788 জন, ইসলামাবাদে 5 হাজার 785 জন, গিলগিট-বাল্টিস্তানে 952 জন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 412 জন কোরোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে এখনও চিকিৎসার জন্য অনেক বেড ফাঁকা রয়েছে। তবে জুলাই মাসের শেষভাগে বা অগাস্ট মাসের শুরুতে সংক্রমণ যখন চরম সীমায় পৌঁছাবে, তখন প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান মুসলিম লিগের-এন এর মুখপাত্র মারিয়াম ঔরঙ্গজেব কোরোনা আক্রান্ত হয়েছেন। গতকালই তিনি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী কোরোনা সংক্রমিত হয়েছেন।
মারিয়ামের মা এবং পাকিস্তান মুসলিম লিগ- এন এর তাহিরা ঔরঙ্গজেবও কোরোনা আক্রান্ত। বর্তমানে মা-মেয়ে দুজনেই নিজেদের কোয়ারানটিনে রেখেছেন।