কলকাতা, 15 জুন : NRS-এর ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাহত আউটডোর পরিষেবা । তবে সোমবার থেকে চিকিৎসকদের একাংশ আউটডোরে বসবেন । আজ একথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র ।
10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । বৃহস্পতিবার SSKM হাসপাতালে গিয়ে আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী । এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কার্যত সম্মুখসমরে নামেন আন্দোলনকারীরা । নিজের মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করা করেন । পরে নমনীয় হন মুখ্যমন্ত্রী । গতকাল আন্দোলনকারীদের নবান্নে ডাকেন । কিন্তু, আজ সেই আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা ।
এনিয়ে স্বাস্থ্যভবন থেকে বেরোনোর সময় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলেন, "আমার মনে হয় এটা ঠিক হল না । তাঁরা নিজেদের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জানাতে পারতেন । আমার এখনও মনে হয়, ওদের যাওয়া উচিত ।" অন্যদিকে, NRS-এর ঘটনা, বিশেষত মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফা দেন । সেগুলি গ্রহণ করা হবে না বলে কার্যত জানিয়ে দেন প্রদীপবাবু । তিনি বলেন, "পাশে থাকার বার্তা থেকে এটা সবাই দিয়েছেন । আমি যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন সোমবার থেকে আউটডোর করবেন ।"