ETV Bharat / briefs

এলাকা দখল ঘিরে চুঁচুড়াতে চলল গুলি, মৃত 1 - Bullet

এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানো হয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 23, 2019, 9:34 AM IST

Updated : Jun 23, 2019, 1:10 PM IST

চুঁচুড়া, 23 জুন : এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের । মৃত ব্যক্তি এলাকায় হাতকাটা মুন্না বলে পরিচিত । ঘটনাটি চুঁচুড়ার ।

স্থানীয়দের বক্তব্য, CPI(M) আমলে চুঁচুড়া এলাকায় ত্রাস ছিল মানিক সর্দার ও হাতকাটা মুন্না । 2011 সালে রাজ্যে পালাবদলের পর দু'জনেই বেপাত্তা হয়ে যায় । তারপর থেকে এলাকায় দাপিয়ে বেড়াত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । নেতৃত্বে ছিল বিজয় কাহার । লোকসভা ভোটের পর এলাকায় দাপট কিছুটা কমে বিজয়ের । BJP-র শক্তি বাড়ায় গেরুয়া শিবিরের সঙ্গে ক্রমশ সখ্যতা বাড়িয়ে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে তৎপর হয় মানিক ও হাতকাটা মুন্না । সেই এলাকা দখলকে কেন্দ্র করে গতরাতে সংঘর্ষ হয় ।

চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাবে বসেছিল বিজয় ও তার দলবল । সেই সময় মানিকের দলবল বাইকে করে সেখানে আসে । দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । তা ক্রমশ হাতাহাতিতে গড়ায় । পরে এলোপাথাড়ি গুলি চালানো হয় । বুকে গুলি লাগে মুন্নার । পরে তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

Bullet
উদ্ধার হওয়া গুলির খোল

বিজয় বলে, "আটজন এসে আমাদের মারধর শুরু করে । চেয়ার ভেঙে দেয় । আচমকা গুলি চালাতে শুরু করে । প্রাণ বাঁচাতে আমরা পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নিই । " বিজয়ের দাবি, শুক্রবার মানিকের দলবল এসে ক্লাব দখলের হুমকি দিয়েছিল । আর কাল দুষ্কৃতীরা বারবার মানিক ও স্থানীয় BJP নেতা সপ্তর্ষি ব্যানার্জির নাম নিচ্ছিল । সপ্তর্ষি বাংলা সাহিত্যের অন্যতম মুখ রামগতি ন্যায়রত্নের প্রপৌত্র ।

যদিও গুলি চালানোর ঘটনায় তাঁর কোনও ভূমিকার কথা অস্বীকার করেছেন সপ্তর্ষি । CPI(M) আমলের দুষ্কৃতীদের সঙ্গে গেরুয়া শিবিরের কোনও যোগ নেই বলে মন্তব্য করেন । তাঁর বক্তব্য, CPI(M) ও তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে শত্রুতার জেরে হয়েছে । আর বাঁচার জন্য BJP-র নাম নিচ্ছে ।

দেখুন ভিডিয়ো

চুঁচুড়া, 23 জুন : এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের । মৃত ব্যক্তি এলাকায় হাতকাটা মুন্না বলে পরিচিত । ঘটনাটি চুঁচুড়ার ।

স্থানীয়দের বক্তব্য, CPI(M) আমলে চুঁচুড়া এলাকায় ত্রাস ছিল মানিক সর্দার ও হাতকাটা মুন্না । 2011 সালে রাজ্যে পালাবদলের পর দু'জনেই বেপাত্তা হয়ে যায় । তারপর থেকে এলাকায় দাপিয়ে বেড়াত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা । নেতৃত্বে ছিল বিজয় কাহার । লোকসভা ভোটের পর এলাকায় দাপট কিছুটা কমে বিজয়ের । BJP-র শক্তি বাড়ায় গেরুয়া শিবিরের সঙ্গে ক্রমশ সখ্যতা বাড়িয়ে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে তৎপর হয় মানিক ও হাতকাটা মুন্না । সেই এলাকা দখলকে কেন্দ্র করে গতরাতে সংঘর্ষ হয় ।

চুঁচুড়া আজাদ হিন্দ ক্লাবে বসেছিল বিজয় ও তার দলবল । সেই সময় মানিকের দলবল বাইকে করে সেখানে আসে । দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । তা ক্রমশ হাতাহাতিতে গড়ায় । পরে এলোপাথাড়ি গুলি চালানো হয় । বুকে গুলি লাগে মুন্নার । পরে তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

Bullet
উদ্ধার হওয়া গুলির খোল

বিজয় বলে, "আটজন এসে আমাদের মারধর শুরু করে । চেয়ার ভেঙে দেয় । আচমকা গুলি চালাতে শুরু করে । প্রাণ বাঁচাতে আমরা পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নিই । " বিজয়ের দাবি, শুক্রবার মানিকের দলবল এসে ক্লাব দখলের হুমকি দিয়েছিল । আর কাল দুষ্কৃতীরা বারবার মানিক ও স্থানীয় BJP নেতা সপ্তর্ষি ব্যানার্জির নাম নিচ্ছিল । সপ্তর্ষি বাংলা সাহিত্যের অন্যতম মুখ রামগতি ন্যায়রত্নের প্রপৌত্র ।

যদিও গুলি চালানোর ঘটনায় তাঁর কোনও ভূমিকার কথা অস্বীকার করেছেন সপ্তর্ষি । CPI(M) আমলের দুষ্কৃতীদের সঙ্গে গেরুয়া শিবিরের কোনও যোগ নেই বলে মন্তব্য করেন । তাঁর বক্তব্য, CPI(M) ও তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে শত্রুতার জেরে হয়েছে । আর বাঁচার জন্য BJP-র নাম নিচ্ছে ।

দেখুন ভিডিয়ো
Intro:চুঁচুড়ার একটি ক্লাব দখল করতে এসে চলল গুলি। দুষ্কৃতিরা বিজয় কাহারকে মারতে চেয়েছিল।বিজয় কাহার তৃনমূল কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল।এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ উঠলেও ।অস্বীকার করে বিজেপির নেতৃত্ব।তবে পুলিশ থেকে জানা গেছে দুষ্কৃতী দের মধ্যে এলাকা দখল ও ক্লাব দখলকে কেন্দ্র করে এই ঘটনা।এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।এলাকার বাসিন্দারা আতঙ্কিত এই ঘটনায়।চাইছেন পুলিশি নিরাপত্তা।ঘটনাটি চুঁচুড়া আজাহিন্দ ক্লাবের।মৃতের নাম হাতকাটা মুন্না।চুঁচুড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।মৃত বুকে দুরাউন্ড গুলি করা হয়।তৃণমূলের লোকসভায় হারের পরই এলাকা দখলের রাজনীতি শুরু হয়।এর পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজয় কাহারের সঙ্গে গন্ডগোল শুরু হয়।CPIM এর অনিল বসু আমলে এক দুস্কৃতি মানিক সর্দার আবার চুঁচুড়ায় ফিরে আসার পরই।মাঝে মধ্যেই ছোট খাটো গন্ডগোল লেগে আছে।অভিযোগ বিজেপির সপ্তর্ষি ব্যানার্জী নেতৃত্বে এই ঘটনা ঘটছে।শনিবার রাতে যখন আজাহিন্দ ক্লাবে বিজয় কাহার ও তার দলবল বসেছিল।সেই সময় মানিকের লোকজন এলে গন্ডগোল শুরু হয়।তারপরই তা চরম আকার নেয়।চলে কয়েক রাউন্ড গুলি ও মারধর।তাতেই মুন্না র বুকে গুলি লাগলে তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।তবে কে মেরেছে এখনো পরিষ্কার নয়।
পুলিশ সূত্রে জানাগেছে পুরোনো শত্রুতার জেরেই এই ঘটনা।হাতকাটা মুন্না এক সময় এলাকায় ত্রাস ছিল।একাধিক দুস্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত।বিজয় কাহারের সঙ্গে পুরোনো গন্ডগোল মেটাতে ও ক্লাব দখল নিয়ে বচসা শুরু হয়।তিনটি মটর বাইকে মোট 6জন আসে ক্লাবে।বিজয় কাহার ও তার দলবলের সঙ্গে গুলি চলে।ক্লাবের সামনেই মুন্না উপর গুলি চালায় কে বা কারা।সেখানেই লুটিয়ে পড়ে মুন্না।তারপরও আরো বেশ কয়েকজনের গুলি লাগে।তবে ক্লাব থেকে তারপরই সমস্ত লোকজন পালিয়ে যায়নি।পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
বিজয় কাহারের দাবি আমার কাছে আগের দিন বিজেপির কিছু ছেলে বলে ক্লাব দখল করব।আমি বলি এখানে সবাই এসো।কিন্তু শনিবার রাতে মানিক সর্দার ও রামের নেতৃত্বে আমাদের মারধর করে।আমাকে মারতে আসে।তিনটি গুলি চলার পরই আমরা প্রাণ বাঁচাতে পালাই থানায়।দুষ্কৃতীদের মুখে বিজেপির সপ্তর্ষির নাম বলছিল।এরা সন্ত্রাস করার সৃষ্টি করছে।

বিজেপির সপ্তর্ষি ব্যানার্জীর দাবি আমি সংসারী মানুষ আমি কোন দুস্কৃতি কার্যকলাপের সঙ্গে যুক্ত নই।কিছু তৃণমূল আশ্রিত দুস্কৃতি সঙ্গে ও বাম আমলের দুষ্কৃতী নিজেদের মধ্যে এই গন্ডগোল।সেটাকে রাজনৈতিক রং চাপিয়ে বিজেপিকে দোষারোপ করছে।এতদিন তৃণমূলের পতাকা তলে দুস্কৃতি আখড়া হয়েছে।এরাই এসব করে বিজেপিকে দোষ দিচ্ছে।
স্থানীয় মানুষের দাবি এতদিন কিছু ছিল না।হটাৎ কি এমন হলো বিজেপি জেতার পরই পাড়ায় গুলি চলছে।আমরা সাধারণত মানুষ খেটে খাই।গুলি চলতে গিয়ে আমাদের যদি কিছু হত কে দেখতো।এভাবে চলতে পারে না।এরজন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হোক।Body:WB_HGL_22JUNE CHUCHURA MURDER_7203418Conclusion:
Last Updated : Jun 23, 2019, 1:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.