চণ্ডীতলা, 4 মে : ভোটের ডিউটি করতে এসে অসুস্থ হয়ে মারা গেলেন এক জওয়ান ও এক পুলিশ কর্মী । মৃত জওয়ানের নাম লালদিনটুঙ্গা (30) । মৃত পুলিশকর্মীর নাম অনুপ রায় । তিনি চণ্ডীতলা থানার SI ছিলেন ।
গত 1মে কেন্দ্রীয় বাহিনীর একটি দল ভোটের কাজের জন্য মিজ়োরাম থেকে জঙ্গিপাড়ায় আসে । ফুরফুরা হাই মাদ্রাসা স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয় । গত 2 মে শারীরিক অসুস্থতার কারণে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে লালদিনটুঙ্গা নামের ওই জওয়ানকে ভরতি করা হয় । আজ ভোরে ওই হাসপাতালেই মারা যান তিনি । তবে কী কারণে মৃত্যু তা জানা যায়নি । এনিয়ে জওয়ানদের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
অন্যদিকে, গতকাল দুপুরে চণ্ডীতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করিয়ে অসুস্থ হয়ে স্থানীয় থানার SI অনুপবাবু । তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । চলতি বছরের জানুয়ারি মাস থেকে চণ্ডীতলা থানায় পোস্টিং ছিলেন তিনি । অনুপবাবুর দাদা রঞ্জন বলেন, "ভাইয়ের কোনও রোগ ছিল না।" অনুপবাবুর ভাই তাপস বলেন, "কাল ডিউটি করার পরই অসুস্থ হয়ে মারা যায় । আগাগোড়া হুগলিতে ডিউটি করত । বাড়িতে দুই ছেলে রয়েছে । এখন খুবই সমস্যায় পড়তে হবে ।"