ETV Bharat / briefs

মাস্ক না পরলেই কাজ করতে হবে হাসপাতালে ! - কোরোনা টেস্ট

মাস্ক না পরলেই হাসপাতাল ও পুলিশ চেকপোস্টে স্বেচ্ছাসেবীর কাজ করতে হবে । এমনই নির্দেশিকা জারি করল গোয়ালিয়র জেলা প্রশাসন ।

mask
mask
author img

By

Published : Jul 6, 2020, 7:17 PM IST

গোয়ালিয়র, 6 জুলাই : স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরলেই এবার দেওয়া হবে শাস্তি । তিনদিন হাসপাতাল ও পুলিশ চেকপোস্টে স্বেচ্ছাসেবীর কাজ করতে হবে । এমনই নির্দেশিকা জারি হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ।

স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাও করা হবে বলে আজ জানিয়েছেন প্রসাসনের এক আধিকারিক । এবিষয়ে গোয়ালিয়র জেলা প্রশাসনের তরফে রবিবারই একটি নির্দেশিকা জারি করা হয়েছে । জেলায় বর্তমানে "কিল কোরোনা" অভিযান নিয়ে অন্য আধিকারিকদের সঙ্গে জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিংয়ের বৈঠকের পর এই নির্দেশিকা জারি হয় ।

নির্দেশিকায় বলা হয়েছে, পাবলিক প্লেসে কোরোনা সংক্রমণ রোধে সরকারি স্বাস্থ্যবিধি না মানলে শুধু জরিমানাই নয় শাস্তিও দেওয়া হবে । নিয়ম ভাঙলেই তিনদিনের জন্য হাসপাতাল, COVID-19 স্বাস্থ্যকেন্দ্র ও পুলিশ চেকপোস্টে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হবে । যাঁরা ভোপাল, ইন্দোর এবং অন্য জেলা থেকে গোয়ালিয়র আসছেন তাঁদের প্রত্যেককেই সীমান্তে কড়াকড়ির সঙ্গে স্ক্রিনিং করা হচ্ছে বলেও বৈঠকে জানান জেলাশাসক ।

গোয়ালিয়র, 6 জুলাই : স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরলেই এবার দেওয়া হবে শাস্তি । তিনদিন হাসপাতাল ও পুলিশ চেকপোস্টে স্বেচ্ছাসেবীর কাজ করতে হবে । এমনই নির্দেশিকা জারি হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ।

স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাও করা হবে বলে আজ জানিয়েছেন প্রসাসনের এক আধিকারিক । এবিষয়ে গোয়ালিয়র জেলা প্রশাসনের তরফে রবিবারই একটি নির্দেশিকা জারি করা হয়েছে । জেলায় বর্তমানে "কিল কোরোনা" অভিযান নিয়ে অন্য আধিকারিকদের সঙ্গে জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিংয়ের বৈঠকের পর এই নির্দেশিকা জারি হয় ।

নির্দেশিকায় বলা হয়েছে, পাবলিক প্লেসে কোরোনা সংক্রমণ রোধে সরকারি স্বাস্থ্যবিধি না মানলে শুধু জরিমানাই নয় শাস্তিও দেওয়া হবে । নিয়ম ভাঙলেই তিনদিনের জন্য হাসপাতাল, COVID-19 স্বাস্থ্যকেন্দ্র ও পুলিশ চেকপোস্টে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হবে । যাঁরা ভোপাল, ইন্দোর এবং অন্য জেলা থেকে গোয়ালিয়র আসছেন তাঁদের প্রত্যেককেই সীমান্তে কড়াকড়ির সঙ্গে স্ক্রিনিং করা হচ্ছে বলেও বৈঠকে জানান জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.