ETV Bharat / briefs

তৃণমূল নয়, BJP-র ঘরে অস্ত্র মজুত রয়েছে : আমডাঙার বিধায়ক

author img

By

Published : Jun 24, 2019, 9:30 AM IST

Updated : Jun 24, 2019, 11:06 AM IST

আমডাঙার স্থানীয়দের অভিযোগ ছিল, তৃণমূল নেতাদের ঘরে ঘরে বোমা, বন্দুক মজুত রয়েছে । " পালটা আমডাঙার বিধায়কের বক্তব্য, "তৃণমূলের ঘরে নয়, বোমা ও বন্দুক মজুত রয়েছে ওদের (BJP-র) বাড়িতেই । "

আমডাঙার বিধায়ক

বারাসত, 24 জুন : পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বহিসগাছিতে রাজনৈতিক হিংসা অব্যাহত । সংঘর্ষের জেরে প্রাণ গেছে কয়েকজনের । মাঝে কিছুদিন শান্তি বজায় থাকলেও লোকসভা ভোটের পর থেকে ফের হিংসা শুরু হয়েছে । সেই দায় কার - এনিয়ে তৃণমূল কংগ্রেস ও BJP-র চাপানউতোর চলছে । স্থানীয়দের বক্তব্য, "তৃণমূল নেতাদের ঘরে ঘরে বোমা, বন্দুক মজুত রয়েছে । " তবে অভিযোগ অস্বীকার করেছেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান । তাঁর পালটা অভিযোগ, তৃণমূল নয়, BJP নেতাদের ঘরে অস্ত্র মজুত রয়েছে ।

শুক্রবার (21 জুন) রাতে নাজমুল করিম নামে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । শনিবার তাঁর মৃত্যু হয় । এরপর থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । নাজমুলের পরিবারের অভিযোগ, CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে । যদিও তৃণমূল নেতৃত্ব বলছে, রাজনৈতিক কারণে খুন হননি তিনি । নেশাই কাড়ল প্রাণ । তৃণমূলের দাবি, "নাজমুল ও মহম্মদ রাকেশ (অভিযুক্ত) একসঙ্গে নেশা করতেন । শুক্রবার তাঁদের মধ্যে বচসা হয় । বিবাদ থেকেই এই ঘটনা ।"

এই সংক্রান্ত আরও খবর : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল

একই বক্তব্য আমডাঙার বিধায়কের । নাজমুলের মৃত্যুকে "দুই মাতালের লড়াই" বলে অভিহিত করেন । বলেন, "প্রশাসনকে জিজ্ঞাসা করলে পরিষ্কার বলবে, এটা কোনও রাজনৈতিক খুন নয় । দুই মাতাল মাতলামো করতে করতে এর (নাজমুল) মাথায় মেরে দিয়েছে । সেটা ওর বাবাও জানে । আর ও (নাজমুল) কোনও রাজনৈতিক কর্মী নয় বলেই আমার মনে হয় । " কিন্তু, স্থানীয়দের অভিযোগ, CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় নাজমুলকে খুন করেছে তৃণমূল । এনিয়ে বিধায়ক বলেন, "এখন BJP এটাকে নিয়ে বাজিমাত করছে । কিছুদিন পর রাস্তায় কুকুর মরলে BJP বলবে, আমাদের কর্মী ছিল বলে ওকে খুন করা হয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃতের 4 দিনের পুলিশ হেপাজত

স্থানীয়দের বক্তব্য অবশ্য ভিন্ন । তাঁদের বক্তব্য, লোকসভা ভোট থেকেই এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে জমি ক্রমশ সরছে । নিজেদের দাপট বজায় রাখতে হিংসার আশ্রয় নিচ্ছে তারা । সেই হিংসার শিকার হলেন নাজমুল । পুরোটাই চোখের সামনে হলেও পুলিশ নিষ্ক্রিয় । স্থানীয়দের বক্তব্য, "তৃণমূল নেতাদের প্রত্যেকের ঘরে ঘরে বোমা, বন্দুক, পিস্তল মজুত আছে । পুলিশ সবকিছু জানে । কোনও ব্যবস্থা নেয় না । আর আমরা ভয়ে ভয়ে মরি । এই বুঝি জয়নাল হালদারের (স্থানীয় তৃণমূল নেতা) লোক এল । আমাদের বাড়ির সামনে বোমা মারল ।"

এই সংক্রান্ত আরও খবর : স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই, দাবি BJP কর্মীর স্ত্রীর

স্থানীয়দের অভিযোগ নিয়ে বিধায়কের বক্তব্য, "তৃণমূলের ঘরে নয়, বোমা ও বন্দুক মজুত রয়েছে ওদের (BJP-র) বাড়িতেই । আমরা তো প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের কাছে এলাকাকে অস্ত্র মুক্ত করার কথা বলে আসছি । " বিধায়কের দাবি, বড়গাছিয়া, বহিসগাছি, ট‍্যাঙাটেঙি, গোসগাছাতে অস্ত্র মজুত রয়েছে । ডাঙাগ্রামেও অস্ত্র রাখা হয় । রাজনৈতিক রং না দেখে পুলিশকে অবিলম্বে সেই অস্ত্র উদ্ধারের আর্জি জানান বিধায়ক । তাঁর কথায়, "আমরা আমডাঙায় শান্তি চাই । আমরা অশান্তির পক্ষে । মানুষ শান্তিতে বসবাস করুক । "

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালি, ভাটপাড়ার পর আমডাঙায় খুন BJP কর্মী, উত্তপ্ত রাজ্য রাজনীতি

কিন্তু, আপনার বিরুদ্ধে আমডাঙায় অত‍্যাচার, জমি লুটের অভিযোগ করেছেন BJP সাংসদ অর্জুন সিং । এনিয়ে বিধায়ক বলেন, "জমি লুট করছি কি না, সেটা আমডাঙার মানুষ‌ই জানেন । ওটা বারবার বললে আমি খুশি হ‌ই । কারণ, অর্জুন সিং মিথ্যাবাদী । "

এই সংক্রান্ত আরও খবর : মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা সাহায্যের আশ্বাস অর্জুনের

বারাসত, 24 জুন : পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বহিসগাছিতে রাজনৈতিক হিংসা অব্যাহত । সংঘর্ষের জেরে প্রাণ গেছে কয়েকজনের । মাঝে কিছুদিন শান্তি বজায় থাকলেও লোকসভা ভোটের পর থেকে ফের হিংসা শুরু হয়েছে । সেই দায় কার - এনিয়ে তৃণমূল কংগ্রেস ও BJP-র চাপানউতোর চলছে । স্থানীয়দের বক্তব্য, "তৃণমূল নেতাদের ঘরে ঘরে বোমা, বন্দুক মজুত রয়েছে । " তবে অভিযোগ অস্বীকার করেছেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান । তাঁর পালটা অভিযোগ, তৃণমূল নয়, BJP নেতাদের ঘরে অস্ত্র মজুত রয়েছে ।

শুক্রবার (21 জুন) রাতে নাজমুল করিম নামে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । শনিবার তাঁর মৃত্যু হয় । এরপর থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । নাজমুলের পরিবারের অভিযোগ, CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে । যদিও তৃণমূল নেতৃত্ব বলছে, রাজনৈতিক কারণে খুন হননি তিনি । নেশাই কাড়ল প্রাণ । তৃণমূলের দাবি, "নাজমুল ও মহম্মদ রাকেশ (অভিযুক্ত) একসঙ্গে নেশা করতেন । শুক্রবার তাঁদের মধ্যে বচসা হয় । বিবাদ থেকেই এই ঘটনা ।"

এই সংক্রান্ত আরও খবর : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল

একই বক্তব্য আমডাঙার বিধায়কের । নাজমুলের মৃত্যুকে "দুই মাতালের লড়াই" বলে অভিহিত করেন । বলেন, "প্রশাসনকে জিজ্ঞাসা করলে পরিষ্কার বলবে, এটা কোনও রাজনৈতিক খুন নয় । দুই মাতাল মাতলামো করতে করতে এর (নাজমুল) মাথায় মেরে দিয়েছে । সেটা ওর বাবাও জানে । আর ও (নাজমুল) কোনও রাজনৈতিক কর্মী নয় বলেই আমার মনে হয় । " কিন্তু, স্থানীয়দের অভিযোগ, CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় নাজমুলকে খুন করেছে তৃণমূল । এনিয়ে বিধায়ক বলেন, "এখন BJP এটাকে নিয়ে বাজিমাত করছে । কিছুদিন পর রাস্তায় কুকুর মরলে BJP বলবে, আমাদের কর্মী ছিল বলে ওকে খুন করা হয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃতের 4 দিনের পুলিশ হেপাজত

স্থানীয়দের বক্তব্য অবশ্য ভিন্ন । তাঁদের বক্তব্য, লোকসভা ভোট থেকেই এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে জমি ক্রমশ সরছে । নিজেদের দাপট বজায় রাখতে হিংসার আশ্রয় নিচ্ছে তারা । সেই হিংসার শিকার হলেন নাজমুল । পুরোটাই চোখের সামনে হলেও পুলিশ নিষ্ক্রিয় । স্থানীয়দের বক্তব্য, "তৃণমূল নেতাদের প্রত্যেকের ঘরে ঘরে বোমা, বন্দুক, পিস্তল মজুত আছে । পুলিশ সবকিছু জানে । কোনও ব্যবস্থা নেয় না । আর আমরা ভয়ে ভয়ে মরি । এই বুঝি জয়নাল হালদারের (স্থানীয় তৃণমূল নেতা) লোক এল । আমাদের বাড়ির সামনে বোমা মারল ।"

এই সংক্রান্ত আরও খবর : স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই, দাবি BJP কর্মীর স্ত্রীর

স্থানীয়দের অভিযোগ নিয়ে বিধায়কের বক্তব্য, "তৃণমূলের ঘরে নয়, বোমা ও বন্দুক মজুত রয়েছে ওদের (BJP-র) বাড়িতেই । আমরা তো প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের কাছে এলাকাকে অস্ত্র মুক্ত করার কথা বলে আসছি । " বিধায়কের দাবি, বড়গাছিয়া, বহিসগাছি, ট‍্যাঙাটেঙি, গোসগাছাতে অস্ত্র মজুত রয়েছে । ডাঙাগ্রামেও অস্ত্র রাখা হয় । রাজনৈতিক রং না দেখে পুলিশকে অবিলম্বে সেই অস্ত্র উদ্ধারের আর্জি জানান বিধায়ক । তাঁর কথায়, "আমরা আমডাঙায় শান্তি চাই । আমরা অশান্তির পক্ষে । মানুষ শান্তিতে বসবাস করুক । "

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালি, ভাটপাড়ার পর আমডাঙায় খুন BJP কর্মী, উত্তপ্ত রাজ্য রাজনীতি

কিন্তু, আপনার বিরুদ্ধে আমডাঙায় অত‍্যাচার, জমি লুটের অভিযোগ করেছেন BJP সাংসদ অর্জুন সিং । এনিয়ে বিধায়ক বলেন, "জমি লুট করছি কি না, সেটা আমডাঙার মানুষ‌ই জানেন । ওটা বারবার বললে আমি খুশি হ‌ই । কারণ, অর্জুন সিং মিথ্যাবাদী । "

এই সংক্রান্ত আরও খবর : মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা সাহায্যের আশ্বাস অর্জুনের

sample description
Last Updated : Jun 24, 2019, 11:06 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.