ETV Bharat / briefs

সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির মৃত্যু আত্মহত্যা নয় : বিধাননগর পুলিশ - বিধান নগর পুলিশ কমিশনারেট

সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার এল এন মীনা ।

Ex wife of Surajit Kar Purakayastha
সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও শাশুড়ি
author img

By

Published : Jun 8, 2020, 8:38 PM IST

কলকাতা, 8 জুন : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও তাঁঁর মায়ের মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলে মনে করছে পুলিশ । বিধাননগরের পুলিশ কমিশনার এল এন মীনা জানান, “আত্মহত্যার কোনও তথ্য এখনও পাওয়া যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো বিষয় স্পষ্ট হবে । মৃতদের COVID-19 পরীক্ষা করা হয়েছে ।”

রবিবার সকালে সল্টলেকের BE ব্লকের বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয় । মৃতদের নাম পাপিয়া দে (79) ও তাঁর মেয়ে শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (54) । পুলিশের এক পদস্থ অধিকর্তা জানান, মৃতদেহ দু'টি R G কর-এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । দু'জনের দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের শাশুড়ির বেডসোর ছিল । সেপটিসেমিয়ার কারণে তাঁঁর মৃত্যু হতে পারে বলে মনে করছে পুলিশ ।

সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, গত কয়েকদিন ধরে আত্মীয়রা ফোন করছিলেন মা ও মেয়েকে । কিন্তু তাঁঁরা ফোন ধরেননি । গতকাল সকালে ওই এলাকায় স‍্যানিটাইজ় করতে আসেন কয়েকজন । তা‌ঁঁরা বহুবার ডেকেও শর্মিষ্ঠাদেবী ও তাঁঁর মায়ের কোনও সাড়া পাননি । এরপর বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থানে এসে দরজা ভেঙে বাড়িতে ঢোকে এবং দেখে দু'জনের মৃতদেহ দু'টি আলাদা ঘরে পড়ে রয়েছে । সূত্রের খবর তাঁঁরা দু'জন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ।

বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । 2014 সালে স্কুল শিক্ষক শর্মিষ্ঠা ও সুরজিৎ কর পুরকায়স্থর মধ্যে বিচ্ছেদ হয় । এরপর BJP-তে যোগদান করেন শর্মিষ্ঠা ।যদিও গত কয়েক বছরে দলের কোনও কাজে খুব একটা দেখা যায়নি তাঁঁকে ।

কলকাতা, 8 জুন : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী ও তাঁঁর মায়ের মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলে মনে করছে পুলিশ । বিধাননগরের পুলিশ কমিশনার এল এন মীনা জানান, “আত্মহত্যার কোনও তথ্য এখনও পাওয়া যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো বিষয় স্পষ্ট হবে । মৃতদের COVID-19 পরীক্ষা করা হয়েছে ।”

রবিবার সকালে সল্টলেকের BE ব্লকের বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয় । মৃতদের নাম পাপিয়া দে (79) ও তাঁর মেয়ে শর্মিষ্ঠা কর পুরকায়স্থ (54) । পুলিশের এক পদস্থ অধিকর্তা জানান, মৃতদেহ দু'টি R G কর-এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । দু'জনের দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের শাশুড়ির বেডসোর ছিল । সেপটিসেমিয়ার কারণে তাঁঁর মৃত্যু হতে পারে বলে মনে করছে পুলিশ ।

সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, গত কয়েকদিন ধরে আত্মীয়রা ফোন করছিলেন মা ও মেয়েকে । কিন্তু তাঁঁরা ফোন ধরেননি । গতকাল সকালে ওই এলাকায় স‍্যানিটাইজ় করতে আসেন কয়েকজন । তা‌ঁঁরা বহুবার ডেকেও শর্মিষ্ঠাদেবী ও তাঁঁর মায়ের কোনও সাড়া পাননি । এরপর বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থানে এসে দরজা ভেঙে বাড়িতে ঢোকে এবং দেখে দু'জনের মৃতদেহ দু'টি আলাদা ঘরে পড়ে রয়েছে । সূত্রের খবর তাঁঁরা দু'জন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ।

বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । 2014 সালে স্কুল শিক্ষক শর্মিষ্ঠা ও সুরজিৎ কর পুরকায়স্থর মধ্যে বিচ্ছেদ হয় । এরপর BJP-তে যোগদান করেন শর্মিষ্ঠা ।যদিও গত কয়েক বছরে দলের কোনও কাজে খুব একটা দেখা যায়নি তাঁঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.