ETV Bharat / briefs

তানিয়ার বিরুদ্ধে জঙ্গিযোগ প্রমাণিত, চার্জশিট পেশ NIA-র

19 মার্চ বাদুড়িয়ার মালেপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় 23 বছরের তানিয়াকে । তার বিরুদ্ধে চার্জ শিট পেশ করল NIA ।

nia chargesheet against tania parveen
বাদুড়িয়া থেকে গ্রেপ্তার তানিয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ NIA-র
author img

By

Published : Sep 12, 2020, 7:19 AM IST

Updated : Sep 12, 2020, 7:28 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : ছয় মাসের মধ্যেই তানিয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA) ।উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনের বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় অভিযোগ এনেছে NIA । 750 পাতার চার্জশিটের প্রতি পাতায় তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তানিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি ডায়েরি, দু’টি মোবাইল ফোন, দু’টি সিম কার্ড, ছবি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর । সূত্রের খবর, সে পাকিস্তানে নিয়মিত যোগাযোগ রাখত । এমনকী তার বিরুদ্ধে হানিট্র্যাপের অভিযোগও ওঠে । ভারতীয় সেনার একজনের সঙ্গে তার চ্যাটের রেকর্ড পেয়েছেন গোয়েন্দারা ।

তাঁকে হেপাজতে নেওয়ার পর বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা । NIA জানতে পারে, একজন লিংক ম্যানের মাধ্যমে তানিয়ার সঙ্গে লস্কর-ই-তইবার শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121A, 120B, 124A ধারায় অভিযোগ দায়ের হয়েছে । দেশদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে । এমনকী কাশ্মীরে জঙ্গিদের সাহায্য করার ক্ষেত্রেও তানিয়ার ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে ।

19 মার্চ বাদুড়িয়ার মালেপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় 23 বছরের তানিয়াকে। তার ভাই কলেজ ছাত্র । তানিয়ারা দুই বোন । বাবা পেশায় রাজমিস্ত্রি । ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকে তার চরিত্রগত বেশ কিছু পরিবর্তন দেখা যায় । গোয়েন্দারা জানতে পারেন, ওই সময় ডার্ক ওয়েবের ব্যবহার শেখেন তানিয়া ।

স্কুলের গণ্ডি টপকে কলকাতার মৌলানা আজ়াদ কলেজে পড়াশুনা শুরু করে তানিয়া । ভরতি হয় স্নাতকোত্তর স্তরেও । তবে ইলেভেনে পড়ার সময় থেকে তানিয়ার মধ্যে ধর্মের বিষয়ে উগ্রতা দেখা যায় । মানুষজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় সে ।

কলকাতা, 12 সেপ্টেম্বর : ছয় মাসের মধ্যেই তানিয়ার বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA) ।উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনের বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় অভিযোগ এনেছে NIA । 750 পাতার চার্জশিটের প্রতি পাতায় তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তানিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি ডায়েরি, দু’টি মোবাইল ফোন, দু’টি সিম কার্ড, ছবি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর । সূত্রের খবর, সে পাকিস্তানে নিয়মিত যোগাযোগ রাখত । এমনকী তার বিরুদ্ধে হানিট্র্যাপের অভিযোগও ওঠে । ভারতীয় সেনার একজনের সঙ্গে তার চ্যাটের রেকর্ড পেয়েছেন গোয়েন্দারা ।

তাঁকে হেপাজতে নেওয়ার পর বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা । NIA জানতে পারে, একজন লিংক ম্যানের মাধ্যমে তানিয়ার সঙ্গে লস্কর-ই-তইবার শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121A, 120B, 124A ধারায় অভিযোগ দায়ের হয়েছে । দেশদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে । এমনকী কাশ্মীরে জঙ্গিদের সাহায্য করার ক্ষেত্রেও তানিয়ার ভূমিকা ছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে ।

19 মার্চ বাদুড়িয়ার মালেপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় 23 বছরের তানিয়াকে। তার ভাই কলেজ ছাত্র । তানিয়ারা দুই বোন । বাবা পেশায় রাজমিস্ত্রি । ক্লাস ইলেভেনে পড়ার সময় থেকে তার চরিত্রগত বেশ কিছু পরিবর্তন দেখা যায় । গোয়েন্দারা জানতে পারেন, ওই সময় ডার্ক ওয়েবের ব্যবহার শেখেন তানিয়া ।

স্কুলের গণ্ডি টপকে কলকাতার মৌলানা আজ়াদ কলেজে পড়াশুনা শুরু করে তানিয়া । ভরতি হয় স্নাতকোত্তর স্তরেও । তবে ইলেভেনে পড়ার সময় থেকে তানিয়ার মধ্যে ধর্মের বিষয়ে উগ্রতা দেখা যায় । মানুষজনের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় সে ।

Last Updated : Sep 12, 2020, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.