ETV Bharat / briefs

মহিলা না পুরুষ কোন বিভাগে চিকিৎসা হবে, ভাবতে ভাবতেই মৃত্যু সদ্যোজাতর - Doctor

হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু হয় শিশুটির । মৃত্যুর দায় নিয়ে মহিলা ও পুরুষ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা একে অপরের দিকে আঙুল তুলেছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 2:05 PM IST

বরেলি, 20 জুন : বয়স চারদিন । জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছে । হাসপাতালে ভরতি করতে চেয়ে পাগলের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিলেন তার পরিবারের লোকেরা । কিন্তু, তাতে কোনও ভ্রূক্ষেপ ছিল না চিকিৎসকদের । বরং এক বিভাগ অন্য বিভাগের উপর দায় ঠেলছিল । এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । পরে বাধ্য হয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু হয় শিশুটির ।

শনিবার (15 জুন) বরেলির একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় উর্বশীর । জন্মের পর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় । গতকাল সকালে উর্বশীকে মহারাণা প্রতাপ জয়েন্ট হাসপাতালের পুরুষ বিভাগে নিয়ে যাওয়া হয় । কিন্তু, শিশুটির শারীরিক পরীক্ষা করতে চায়নি চিকিৎসকরা । বরং ওই হাসপাতালের মহিলা বিভাগে তাকে রেফার করে দেয় । মহিলা বিভাগে যান শিশুর মা-বাবা । কিন্তু, সেখানে গিয়ে শুনতে হয়, "বেডের অভাব রয়েছে । পুরুষ বিভাগে যান । " এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । উর্বশীর ঠাকুমা বলেন, "আমাদের তিন ঘণ্টা ধরে দৌড় করানো হয়েছে । কারণ ওরা ভরতি করতে অস্বীকার করে । শেষ পর্যন্ত, আমরা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই ।"

এর পরই শুরু হয় শিশু মৃত্যুর দায় নিয়ে টানাপোড়েন । প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের মোবাইলে রেকর্ড করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুরুষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কমলেন্দ্র স্বরূপ গুপ্তা ও মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অলকা শর্মা একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন । কমলেন্দ্র স্বরূপের দাবি, "শিশুটিকে OPD-তে নিয়ে যাওয়া হয়েছিল । তাকে মহিলা বিভাগের SNCU-তে রেফার করা হয় । সেখানে সম্ভবত কিছু বলা হয়েছিল । তাই তাঁরা (শিশুর পরিবার) ঘুরতে থাকেন । যদি তাঁরা জরুরি বিভাগে যেতেন, তাহলে আমরা চিকিৎসা করতাম । " অপরদিকে, মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দাবি, "আমরা শিশুটির পরিবারকে পুরুষ বিভাগে যেতে বলি । আমাদের কাছে চারটি ওয়ার্মার রয়েছে । তাতে আটটি শিশু ছিল । ওয়ার্মার বেড থাকলে আমরা অবশ্যই ভরতি নিতাম । "

এভাবে শিশু মৃত্যু নিয়ে সমালোচনা শুরু হতেই টুইট করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি টুইটে লেখেন, 'পুরুষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকে বহিষ্কার করা হয়েছে । মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । "

বরেলি, 20 জুন : বয়স চারদিন । জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছে । হাসপাতালে ভরতি করতে চেয়ে পাগলের মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিলেন তার পরিবারের লোকেরা । কিন্তু, তাতে কোনও ভ্রূক্ষেপ ছিল না চিকিৎসকদের । বরং এক বিভাগ অন্য বিভাগের উপর দায় ঠেলছিল । এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । পরে বাধ্য হয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সিঁড়িতেই মৃত্যু হয় শিশুটির ।

শনিবার (15 জুন) বরেলির একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় উর্বশীর । জন্মের পর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় । গতকাল সকালে উর্বশীকে মহারাণা প্রতাপ জয়েন্ট হাসপাতালের পুরুষ বিভাগে নিয়ে যাওয়া হয় । কিন্তু, শিশুটির শারীরিক পরীক্ষা করতে চায়নি চিকিৎসকরা । বরং ওই হাসপাতালের মহিলা বিভাগে তাকে রেফার করে দেয় । মহিলা বিভাগে যান শিশুর মা-বাবা । কিন্তু, সেখানে গিয়ে শুনতে হয়, "বেডের অভাব রয়েছে । পুরুষ বিভাগে যান । " এভাবেই কেটে যায় তিন ঘণ্টা । উর্বশীর ঠাকুমা বলেন, "আমাদের তিন ঘণ্টা ধরে দৌড় করানো হয়েছে । কারণ ওরা ভরতি করতে অস্বীকার করে । শেষ পর্যন্ত, আমরা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই ।"

এর পরই শুরু হয় শিশু মৃত্যুর দায় নিয়ে টানাপোড়েন । প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের মোবাইলে রেকর্ড করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুরুষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কমলেন্দ্র স্বরূপ গুপ্তা ও মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অলকা শর্মা একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন । কমলেন্দ্র স্বরূপের দাবি, "শিশুটিকে OPD-তে নিয়ে যাওয়া হয়েছিল । তাকে মহিলা বিভাগের SNCU-তে রেফার করা হয় । সেখানে সম্ভবত কিছু বলা হয়েছিল । তাই তাঁরা (শিশুর পরিবার) ঘুরতে থাকেন । যদি তাঁরা জরুরি বিভাগে যেতেন, তাহলে আমরা চিকিৎসা করতাম । " অপরদিকে, মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দাবি, "আমরা শিশুটির পরিবারকে পুরুষ বিভাগে যেতে বলি । আমাদের কাছে চারটি ওয়ার্মার রয়েছে । তাতে আটটি শিশু ছিল । ওয়ার্মার বেড থাকলে আমরা অবশ্যই ভরতি নিতাম । "

এভাবে শিশু মৃত্যু নিয়ে সমালোচনা শুরু হতেই টুইট করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি টুইটে লেখেন, 'পুরুষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকে বহিষ্কার করা হয়েছে । মহিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । "

AP Video Delivery Log - 0600 GMT ENTERTAINMENT
Thursday, 20 June, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last 6 hours. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0501: US Hamill Final Star Wars Content has significant restrictions, see script for details 4216691
Mark Hamill says he hopes December's 'Rise of Skywalker' marks his final Star Wars appearance
AP-APTN-0101: US Ralph Lauren Content has significant restrictions; see script for details 4216680
Ralph Lauren receives honorary knighthood in London
AP-APTN-2352: US Stonewall AP Clients Only 4216664
Actors Wilson Cruz and T.R. Knight discuss Stonewall riots 50th anniversary
AP-APTN-2343: ARCHIVE R. Kelly AP Clients Only 4216678
Judge says R. Kelly's lawyers have week to answer lawsuit
AP-APTN-2319: ARCHIVE Janet Mock AP Clients Only 4216657
Janet Mock announces historic overall deal with Netflix
AP-APTN-2259: US Badgley Mischka Content has significant restrictions; see script for details 4216675
Badgley Mischka designers host Instagram series 'Q and A with M and J' discussing everything from travel tips to what to wear to a wedding
AP-APTN-2249: ARCHIVE Carrie Underwood AP Clients Only 4216673
Carrie Underwood sued for allegedly stealing NFL intro song
AP-APTN-1711: Jordan Netflix Jinn Content has significant restrictions, see script for details 4216558
Netflix's first Arabic original causes controversy in Jordan UPDATED WITH 'JINN' TRAILER
AP-APTN-1626: Thailand NCT 127 AP Clients Only 4216617
Korean boy band get deafening welcome on Bangkok leg of world tour
AP-APTN-1614: US Cody Johnson Content has significant restrictions; see script for details 4216626
Cody Johnson stands his ground for traditional country music
AP-APTN-1607: France Van Gogh Revolver AP Clients Only 4216625
Van Gogh's revolver sold at auction
AP-APTN-1546: UK The Flood Content has significant restrictions; see script for details 4216618
Star, director of 'The Flood' hope to start a conversation with their refugee drama
AP-APTN-1522: US Tiffany Haddish abortion Content has significant restrictions, see script for details 4216611
At 'Harry Potter' game launch, Tiffany Haddish discusses canceling show in Georgia over abortion bill
AP-APTN-1223: ARCHIVE Royals AP Clients Only 4216584
Royal police escort bike collides with elderly woman
AP-APTN-1145: US CE Kate Fashion AP Clients Only 4216572
From outfit repeats to buying duplicates, analysis of the Duchess of Cambridge's style
AP-APTN-1108: Russia Polar Bear Must credit content creator 4216561
Polar bear spotted in Russian city
AP-APTN-1105: UK CE First Job Deep State Content has significant restrictions, see script for details 4216550
'Deep State' stars recall their first paying jobs - including selling cowboy boots and Filet-O-Fish
AP-APTN-1042: UK Yesterday Content has significant restrictions, see script for details 4216425
Danny Boyle and Richard Curtis imagine a world without The Beatles in 'Yesterday'
AP-APTN-1020: UK National Martini Day AP Clients Only 4216546
On National Martini Day, a look at innovative spins on the classic cocktail, presented by London bartenders
AP-APTN-0952: US Harry Potter Game Content has significant restrictions, see script for details 4216531
Tiffany Haddish helps launch 'Harry Potter: Wizards Unite' mobile game
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.