কলকাতা, 3 জুলাই: তলব করা হয়েছিল IPS অফিসার এস এম এইচ মির্জ়াকে । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলার অন্যতম অভিযুক্ত । আজ সকালেই নিজ়াম প্যালেসে পৌঁছেছেন প্রাক্তন IPS । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে । কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে তাঁকে ।
সূত্রের খবর, তাঁর সঙ্গে ম্যাথু স্যামুয়েলের কথার বেশ কিছু অসঙ্গতি পেয়েছিলেন তদন্তকারীরা । বিষয়গুলি নিয়ে ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেই সূত্রে আরও বেশ কিছু তথ্য হাতে এসেছে CBI-র । তারই পরিপ্রেক্ষিতে আবারও ডাকা হয়েছে মির্জ়াকে ।
গত লোকসভা নির্বাচনের আগে 'ফাঁদ' পাতেন ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , ঘরোয়া পোশাক পরে রয়েছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথাবার্তাও । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । ওই ফুটেজে তিনি দাবি করছেন, বাংলার শাসক দলের হয়ে টাকা তোলেন মির্জ়া । এমনকী দলের হয়ে কত অঙ্কের টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি তিনি ।
ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন মির্জ়া । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় IPS অফিসারকে । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি কোনও টাকা নেননি । এসব ভিত্তিহীন ।
জুন মাসেও তলব করা হয়েছিল IPS অফিসার মির্জ়াকে । সূত্রের খবর, 2014 সালে যেদিন ম্যাথুর কাছ থেকে মির্জ়া টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সূত্র জানাচ্ছে, সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI। সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হয় ।