কলকাতা, 26 এপ্রিল : অসম ক্রিকেটের নতুন সম্ভাবনার নাম রিয়ান পরাগ । তিনি IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে এই মরশুমে খেলছেন । অসম থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যিনি IPL খেলছেন । বয়স মাত্র ১৭ । IPL-র মঞ্চে অসমের এই কিশোর অন্যতম সর্বকনিষ্ঠ ক্রিকেটার । বয়সের প্রতিদ্বন্দ্বিতায় রিয়ান পরাগের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলার প্রয়াস রায় বর্মণ । রাজস্থান রয়্যালসের হয়ে ইডেনে অভিষেক হল রিয়ানের। ইডেনের মত ঐতিহাসিক মাঠে IPL ম্যাচ খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি ।
বাবার হাতেই তাঁর ক্রিকেটের হাতেখড়ি । তাই বাবাকেই আদর্শ মানেন রিয়ান । মাত্র সতেরো বছর বয়েসেই ব্যাট হাতে তার পরিণতবোধ চমকে দিয়েছিল ক্রিকেট সমালোচকদের । নিজের পারফরম্যান্সে আস্থাশীল পরাগ ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন । নিলামে তার নাম শেষে ডাকা হয়েছিল । সেজন্য নার্ভাস থাকলেও আশা হারাননি । রাজস্থান রয়্যালস সাজঘরে স্টিভ স্মিথের কাছ থেকে নিয়মিত পরামর্শ পান তিনি । অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিয়ানকে শান্ত থেকে নিজের স্বাভাবিক খেলার পরামর্শ দিয়েছেন । দলে তারকার ভিড় থাকলেও রিয়ান কখনও অসহায় বোধ করেননি । বেন স্টোক, জোস বাটলার, স্টিভ স্মিথ সাজঘরে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন । তাঁরা যে কোনও সময় যে কোনও পরামর্শ দিতে তৈরি । তাই রিয়ান বয়সে ছোট হলেও তারকাদের ভিড়ে হারিয়ে যান না । IPL-এ তাঁর রাজ্য অসম থেকে প্রথম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন । তবে তিনি এখানেই থামতে চান না । ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাই তাঁর পাখির চোখ । বাবা পরাগ দাসকে দেখেই ক্রিকেট খেলার ইচ্ছে হয়েছিল । জাতীয় দলের জার্সি যে একমাত্র লক্ষ্য তা বাবাকে বলেছেন । প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ টি ম্যাচ খেলা বাবা পরাগের দাসই অনুপ্রেরণা রিয়ানের কাছে । জীবনের প্রথম কোচ নবাব আলির কাছেও কৃতজ্ঞ ১৭ বছরের এই ক্রিকেটার ।
বছরের বেশিরভাগ সময় অসমে বৃষ্টি হয় । তাই সেখানের পরিবেশ ক্রিকেট খেলার উপযুক্ত নয় । আপাতত IPL-এর সাজঘরে প্রবেশ করলেও আত্মতুষ্ট হচ্ছেন না । বরং স্বপ্নটা বড় করে নিজেকে বাড়িয়ে নিয়ে যেতে চান । একই সঙ্গে তিনি চাইছেন অসম থেকে আরও ক্রিকেটারের উত্থান । তাই রিয়ান পরাগ অসমের নতুন সম্ভাবনার নাম ।