লন্ডন, 9 জুন : ICC-র নির্দেশ ছিল কিপিং গ্লাভসে "বলিদান ব্যাজ" ব্যবহার করতে পারবেন না । সেইমতো আজ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং গ্লাভস পরলেন মহেন্দ্র সিং ধোনি ।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর গ্লাভসে লাগিয়েছিলেন ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় । ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল । BCCI-র অনুরোধ সত্ত্বেও কিপিং গ্লাভসে কোনও লোগো বা প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেয় ICC ।
দেশের ক্রিকেট ভক্ত, প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত ধোনির সমর্থনে মুখ খোলেন । তাঁদের বক্তব্য ছিল, ধোনি কোনও ভুল করেননি । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি খোদ ধোনি । তাই আজ কী করেন তা দেখতে মুখিয়ে ছিল ক্রিকেট দুনিয়া । যদিও বরাবর বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসা ধোনি আজও কোনও বিতর্কের দিকে যাননি । ICC-র নির্দেশ মতো "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং করেন মিস্টার কুল ।