ETV Bharat / briefs

বিতর্কের জের, "বলিদান ব্যাজ" ছাড়াই নামলেন ধোনি

author img

By

Published : Jun 9, 2019, 11:56 PM IST

আজ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিপিং গ্লাভসে "বলিদান ব্যাজ" পরেননি মহেন্দ্র সিং ধোনি । সাধারণ গ্লাভস পরেই কিপিং করেন ।

মহেন্দ্র সিং ধোনি

লন্ডন, 9 জুন : ICC-র নির্দেশ ছিল কিপিং গ্লাভসে "বলিদান ব্যাজ" ব্যবহার করতে পারবেন না । সেইমতো আজ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং গ্লাভস পরলেন মহেন্দ্র সিং ধোনি ।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর গ্লাভসে লাগিয়েছিলেন ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় । ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল । BCCI-র অনুরোধ সত্ত্বেও কিপিং গ্লাভসে কোনও লোগো বা প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেয় ICC ।

দেশের ক্রিকেট ভক্ত, প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত ধোনির সমর্থনে মুখ খোলেন । তাঁদের বক্তব্য ছিল, ধোনি কোনও ভুল করেননি । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি খোদ ধোনি । তাই আজ কী করেন তা দেখতে মুখিয়ে ছিল ক্রিকেট দুনিয়া । যদিও বরাবর বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসা ধোনি আজও কোনও বিতর্কের দিকে যাননি । ICC-র নির্দেশ মতো "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং করেন মিস্টার কুল ।

লন্ডন, 9 জুন : ICC-র নির্দেশ ছিল কিপিং গ্লাভসে "বলিদান ব্যাজ" ব্যবহার করতে পারবেন না । সেইমতো আজ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং গ্লাভস পরলেন মহেন্দ্র সিং ধোনি ।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর গ্লাভসে লাগিয়েছিলেন ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় । ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল । BCCI-র অনুরোধ সত্ত্বেও কিপিং গ্লাভসে কোনও লোগো বা প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেয় ICC ।

দেশের ক্রিকেট ভক্ত, প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত ধোনির সমর্থনে মুখ খোলেন । তাঁদের বক্তব্য ছিল, ধোনি কোনও ভুল করেননি । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি খোদ ধোনি । তাই আজ কী করেন তা দেখতে মুখিয়ে ছিল ক্রিকেট দুনিয়া । যদিও বরাবর বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসা ধোনি আজও কোনও বিতর্কের দিকে যাননি । ICC-র নির্দেশ মতো "বলিদান ব্যাজ" ছাড়াই কিপিং করেন মিস্টার কুল ।

Tirupati (Andhra Pradesh), Jun 09 (ANI): Prime Minister Narendra Modi on Sunday arrived in the temple town of Tirupati in Andhra Pradesh to offer prayers to Lord Venkateswara. He was accompanied by Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy. Before offering prayers, PM Modi addressed a public meeting and reiterated his party's stand of serving the people round the clock not just during the elections.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.