আমেদাবাদ, 13 জুলাই : নিজের লোকসভা কেন্দ্রের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ গুজরাতের গান্ধিনগরের জেলাশাসক কুলদীপ আর্যর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আধিকারিক এবং গান্ধিনগর মিউনিসিপ্যালিটির কমিশনার ।
বৈঠক শেষে জেলাশাসক জানান, বর্তমান কোরোনা পরিস্থিতির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চেয়েছিলেন "সাংসদ" অমিত শাহ । বলেন, " প্যানডেমিক মোকাবিলায় ইনজেকশন, টেস্টিং কিট এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে উনি যোগাযোগ করতে বলেছেন । উনি আরও বলেছেন নজরদারি চালানোর সময় কাউকে সন্দেহ হলে দ্রুত তার নমুনা পরীক্ষা করাতে ।"
এখনও পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 934 । যার মধ্যে গান্ধিনগর লোকসভা কেন্দ্রেই আক্রান্ত 590 জন ।
কোরোনা পরিস্থিতি ছাড়াও আজ "সাংসদ আদর্শ গ্রাম যোজনা" নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান জেলাশাসক ।