রায়গঞ্জ, 6 জুন : হেমতাবাদ থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে একটি যন্ত্রচালিত মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় ওই ভ্যানচালকের, আহত দুই যাত্রী।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিষ্ণুপুর রাজ্য সড়কে হেমতাবাদ থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল পরপর দুটি মোটর ভ্যান। একটি মোটর ভ্যানে যাত্রী ছিল, অপরটিতে সার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সার বোঝাই মোটর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যাত্রীবাহী মোটর ভ্যানে ধাক্কা মারে। যাত্রীবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ভ্যান চালক মনসুর মহম্মদের মাথায় আঘাত লাগে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়।
হেমতাবাদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠান। পুলিশ দুটি যন্ত্রচালিত মোটর ভ্যানকেই আটক করেছে।