বিষ্ণুপুর, 23 জুন : তৃণমূল ও CPI(M) ছেড়ে শতাধিক কর্মী BJP-তে যোগদান করলেন । দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার ঘটনা । রাজ্য BJP-র সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।
এছাড়াও ডায়মন্ডহারবার আদালতের মহিলা আইনজীবী মাসুমা খাতুনও আজ BJP-তে যোগ দেন । মানুষের জন্য কাজ করতেই তিনি BJP-তে যোগদান করেছেন বলে জানিয়েছেন তিনি ।
প্রতাপবাবু বলেন, "BJP-র এখন যোগদান মেলা চলছে । অনেকেই তৃণমূল ছেড়ে BJP-তে আসতে চাইছে । যাদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই আমরা শুধু তাঁদেরই দলে নিচ্ছি ।"