ETV Bharat / briefs

বোড়ালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, প্রেমে বাধা দেওয়ায় হামলা ? - Weapon

বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । প্রেম ঘটিত কারণে ওই ব্যবসায়ীর উপর গুলি চালানো বলে অভিযোগ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 21, 2019, 7:04 AM IST

নরেন্দ্রপুর, 21 জুন : বোড়ালে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে গুলি চালাল দুষ্কৃতীরা । এই ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীর পরিবার । উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । প্রেম ঘটিত কারণে ওই ব্যবসায়ীকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ দায়ের হয়েছে থানায় ।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বোড়ালের রাজনারায়ণ পার্কে ব্যবসায়ী রবি দাসের উপর গুলি চালানো হয় । রবির অভিযোগ, রাতে তিনি বাড়ির বাইরে তাঁর দাদা ছোটন দাসের সঙ্গে কথা বলছিলেন । সেই সময় বাপ্পা মিস্ত্রি নামে এক যুবক তার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে চেপে সেখানে আসে । তারপর রবিকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চালায়।

Gun
ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে গুলির খোল

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান রবি । দুষ্কৃতীরা পালানোর সময় শূন্যে আরও দু-রাউন্ড গুলি চালায় । রবির পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বাপ্পার । কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল রবির । তার জেরেই এই হামলা বলে মনে করছে রবি ও তার পরিবার ।

নরেন্দ্রপুর, 21 জুন : বোড়ালে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে গুলি চালাল দুষ্কৃতীরা । এই ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীর পরিবার । উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী । খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । প্রেম ঘটিত কারণে ওই ব্যবসায়ীকে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ দায়ের হয়েছে থানায় ।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বোড়ালের রাজনারায়ণ পার্কে ব্যবসায়ী রবি দাসের উপর গুলি চালানো হয় । রবির অভিযোগ, রাতে তিনি বাড়ির বাইরে তাঁর দাদা ছোটন দাসের সঙ্গে কথা বলছিলেন । সেই সময় বাপ্পা মিস্ত্রি নামে এক যুবক তার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে চেপে সেখানে আসে । তারপর রবিকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চালায়।

Gun
ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে গুলির খোল

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান রবি । দুষ্কৃতীরা পালানোর সময় শূন্যে আরও দু-রাউন্ড গুলি চালায় । রবির পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বাপ্পার । কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল রবির । তার জেরেই এই হামলা বলে মনে করছে রবি ও তার পরিবার ।

AP Video Delivery Log - 0100 GMT News
Friday, 21 June, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0054: Belgium EU Tusk Juncker AP Clients Only 4216887
EU leaders fail to agree on top jobs
AP-APTN-0028: US CA Officer Killed Reax Must Credit KXTV-ABC10, No Access Sacramento, No Use US Broadcast Networks 4216885
University mourns officer killed in Sacramento
AP-APTN-2358: US Canada Trudeau Briefing AP Clients Only 4216884
Trudeau rejects reopening NAFTA deal
AP-APTN-2356: Brazil Bolsonaro Part No Access Brazil 4216883
Brazilian president addresses evangelical rally
AP-APTN-2350: Georgia Protest 4 Part No Access Georgia 4216881
Clashes between Georgian police, protesters
AP-APTN-2330: UK Brexit AP Clients Only 4216878
UK Chancellor warns against no-deal Brexit
AP-APTN-2325: US Democrats Iran No Access U.S. 4216879
Democrats demand input on US action against Iran
AP-APTN-2301: South Africa Ramaphosa AP Clients Only 4216877
SAfrican president makes State of Nation address
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.