বালুরঘাট, 6 জুন : ভিন রাজ্য থেকে ফিরেও কোরোনার ভয়ে বাড়ি যেতে পারছেন না বালুরঘাটের পরিযায়ী শ্রমিকেরা। রাজ্যে ফেরার পর 9-12দিন কেটে গেলেও এখনও তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়নি। সংক্রমণের ভয়ে তাই পরিযায়ী শ্রমিকেরা ফিরছেন না বাড়িতে।
বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার ১৮ জন পরিযায়ী শ্রমিক সম্প্রতি হায়দরাবাদ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু থেকে রাজ্যে ফিরেছেন। খাসপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে শ্রমিকেরা বাড়ি না ফিরে বিগত 9-12 দিন ধরে স্থানীয় পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন।
তাঁদের অভিযোগ, স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল শারীরিক অবস্থা বুঝে ১৪ দিনের মধ্যে লালারস সংগ্রহ করা হবে। প্রতিদিন খোঁজ-খবর নেওয়ার কথাও ছিল স্বাস্থ্য কর্মীদের। এদিকে ১২ দিন পেরিয়ে যেতে বসলেও এখনও তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়নি। এমনকী সোয়াব টেস্টের জন্য নেওয়া হয়নি নমুনাও। ১২ দিনের মধ্যে মাত্র দু'দিন আশাকর্মীরা এসেছিলেন।
১৪ দিন পার হয়ে গেলে কী করবেন তা বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকেরা । লালারসের পরীক্ষা না হওয়ায়, তাঁরা বাড়ির দোরগোড়ায় এসেও নিজের আত্মীয় পরিজনের কাছে ফিরতে পারছেন না। তাই পরিযায়ী শ্রমিকদের দাবি, তাঁদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করা হোক। তাঁরা চান না, তাদের জন্য গ্রামের বাকিদের মধ্যে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ুক। স্বাস্থ্য পরীক্ষা হলে তাঁরা নিশ্চিন্ত হয়ে পরিবার-পরিজনের কাছে ফিরতে পারবেন।
এই বিষয়ে এক পরিযায়ী শ্রমিক অমল বর্মণ জানান, "৯ দিন আগে মহারাষ্ট্র থেকে ফিরেছি । আসার পর থেকেই প্রাথমিক স্কুলেই রয়েছি। মহারাষ্ট্রেও সাবধানভাবেই থাকতাম এবং সাবধানতা অবলম্বন করেই রাজ্যে ফিরেছি । এখানে এসে জানতে পারছি, অনেকেরই ২০-২১ দিন পর কোরোনা পজ়িটিভ ধরা পড়ছে । তাই আমাদের দাবি, যাতে কেউ আক্রান্ত না হয়ে পড়ে, তার জন্য লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হোক। এতে আমরা যেমন নিশ্চিন্তে থাকতে পারবো, তেমনই পরিবার পরিজন ও গ্রামবাসীরাও সুরক্ষিত থাকবে । " এছাড়াও প্রাথমিক স্কুলে পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।
যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের উপর বিশেষ নজর রাখছে তারা। অন্যদিকে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।