ETV Bharat / briefs

অনুব্রতর জেলায় তৃণমূলে ভাঙন, সপুত্র BJP-তে যোগ মণিরুলের - monirul islam

BJP তে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। বুধবার দিল্লিতে মণিরুল ইসলাম ছাড়াও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন মণিরুলের ছেলে ও গদাধর হাজরা ।

ফোটো সৌজন্য : ANI
author img

By

Published : May 29, 2019, 4:41 PM IST

Updated : May 30, 2019, 9:24 AM IST

দিল্লি, 29 মে : অনুব্রত মণ্ডলের জেলায় ভাঙন ধরাল BJP । অনুব্রত ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম ও নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা BJP-তে যোগ দিলেন । বুধবার দিল্লিতে BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তাঁরা । সূত্রের খবর, আগামী দিনে BJP-তে যোগ দিতে পারেন বীরভূম জেলার আরও কয়েকজন বিধায়ক ও নেতা ।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর মুকুল পুত্র শুভ্রাংশুর BJP-তে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা । কয়েকদিন আগে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মুকুল রায় বলেন, "কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, আদিসপ্তগ্রাম সহ বহু পৌরসভার কাউন্সিলররা BJP-তে যোগ দেবেন ।" তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে মোট কতজন যোগ দিতে চলেছেন BJP-তে । গতকালই সেইসব প্রশ্নের কিছুটা উত্তর পাওয়া গেছে । গতকাল দিল্লিতে BJP-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকল রায়ের নেতৃত্বে হাতে পতাকা তুলে নেন মুকুল পুত্র শুভ্রাংশু সহ বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর ।

লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত । শুধু তাই নয়, লাভপুরকে অনুব্রত মণ্ডলের দুর্গ বলা হত । গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় লাভপুর ব্লকেই একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল । এই জয়লাভের অন্যতম কান্ডারি ছিলেন মণিরুল ইসলাম ।

যদিও মণিরুল ইসলামের BJP-তে যোগ নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মণিরুল ছাড়াও আজ BJP-তে যোগ দেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল জেলা যুব সভাপতি গদাধর হাজরা ও তৃণমূল নেতা নিমাই দাস ।

তবে কি অনুব্রতর গড় বীরভূমে এবার তৃণমূলে ধস শুরু হল ? রাজনৈতিক মহল বলছে, আর কিছুদিনের মধ্যেই এর উত্তর মিলবে ।

দিল্লি, 29 মে : অনুব্রত মণ্ডলের জেলায় ভাঙন ধরাল BJP । অনুব্রত ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম ও নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা BJP-তে যোগ দিলেন । বুধবার দিল্লিতে BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তাঁরা । সূত্রের খবর, আগামী দিনে BJP-তে যোগ দিতে পারেন বীরভূম জেলার আরও কয়েকজন বিধায়ক ও নেতা ।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর মুকুল পুত্র শুভ্রাংশুর BJP-তে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা । কয়েকদিন আগে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মুকুল রায় বলেন, "কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, আদিসপ্তগ্রাম সহ বহু পৌরসভার কাউন্সিলররা BJP-তে যোগ দেবেন ।" তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে মোট কতজন যোগ দিতে চলেছেন BJP-তে । গতকালই সেইসব প্রশ্নের কিছুটা উত্তর পাওয়া গেছে । গতকাল দিল্লিতে BJP-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয় ও মুকল রায়ের নেতৃত্বে হাতে পতাকা তুলে নেন মুকুল পুত্র শুভ্রাংশু সহ বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের CPI(M) বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর ।

লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত । শুধু তাই নয়, লাভপুরকে অনুব্রত মণ্ডলের দুর্গ বলা হত । গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় লাভপুর ব্লকেই একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল । এই জয়লাভের অন্যতম কান্ডারি ছিলেন মণিরুল ইসলাম ।

যদিও মণিরুল ইসলামের BJP-তে যোগ নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মণিরুল ছাড়াও আজ BJP-তে যোগ দেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল জেলা যুব সভাপতি গদাধর হাজরা ও তৃণমূল নেতা নিমাই দাস ।

তবে কি অনুব্রতর গড় বীরভূমে এবার তৃণমূলে ধস শুরু হল ? রাজনৈতিক মহল বলছে, আর কিছুদিনের মধ্যেই এর উত্তর মিলবে ।

sample description
Last Updated : May 30, 2019, 9:24 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.