বনগাঁ, 24 জুন : ব্যাঙ্ক থেকে বেআইনিভাবে এক লাখ টাকা লোপাটের অভিযোগে ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম দিলীপ দত্ত । বুধবার তাকে বনগাঁ আদালতে তোলা হয় । বিচারক তাকে তিন দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।
বনগাঁ থানার পুলিশ জানিয়েছে, সম্প্রতি লুধিয়ানার একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভুলে এক লাখ টাকা চলে যায় অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে । সেই টাকা জমা পড়ে বনগাঁর গান্ধিপল্লির বাসিন্দা দিলীপ দত্তর অ্যাকাউন্টে ।
রাতারাতি এক লাখ টাকা নিজের অ্যাকাউন্টে জমা পড়েছে বুঝতে পেরে নিজেকে সামলাতে পারেনি দিলীপ । নিজের টাকা নয় জেনেও সে ATM কার্ড ব্যাবহার করে ধাপে ধাপে এক লাখ টাকা তুলে নেয় ।
এই দিকে বিষয়টি ভুল হয়েছে বুঝতে পারে লুধিয়ানার ওই বেসরকারি সংস্থা । দিলীপ দত্তকে এক লাখ টাকা ফেরত পাঠানোর নির্দেশ পাঠায় । কিন্তু দিলীপ টাকা ফেরত দেয় না । পরে বেসরকারি ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিলীপের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।
বনগাঁ থানার পুলিশ জানিয়েছে, জালিয়াতির অভিযোগে দিলিপ দত্তকে গতরাতে গান্ধিপল্লির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতকে তিন দিনের পুলিশি হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে সেই টাকার হদিস পাওয়ার চেষ্টা করা হচ্ছে ।