ETV Bharat / briefs

তৈরি ছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, পরিবহকে দেখতে গেলেন না মুখ্যমন্ত্রী ! - Attack on West Bengal Doctor

মুখ্যমন্ত্রী যাবেন । সেজন্য তৈরি ছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স । কিন্তু, শেষপর্যন্ত পরিবহ মুখার্জিকে দেখতে যাননি তিনি ।

মমতা
author img

By

Published : Jun 15, 2019, 7:32 PM IST

কলকাতা, 15 জুন : তৈরি ছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স । বার্তা ছিল জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই খবর পেয়ে হাজির ছিলেন বেসরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারা । চলে আসেন শীর্ষ পুলিশ কর্তারাও। রাস্তা ফাঁকা রাখতে শুরু হয়ে যায় যান-নিয়ন্ত্রণ । কিন্তু, কোথায় কী ! এলেন না মুখ্যমন্ত্রী । কালীঘাটের নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা নবান্নে যান তিনি । সূত্রের খবর, আন্দোলনকারীরা বৈঠকের আহ্বান প্রত্যাখান করায় বেঁকে বসেন মুখ্যমন্ত্রী ।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কয়েকদিন ধরে সরকারি হাসপাতালে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাতে কাজ হয়নি । উলটে বাড়ে ক্ষোভের মাত্রা । আন্দোলনে সামিল হন চিকিৎসকরা । গণইস্তফা দিতে থাকেন তাঁরা । জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রী যেন হাসপাতালে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যান । অন্যদিকে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে দেখে কঠোর অবস্থান বদলে ফেলেন মমতা । গতকাল সন্ধ্যায় আন্দোলনকারীদের নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী । গতকাল সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি আন্দোলনকারীরা ।

আজ সকালে আরও নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের দাবি মেনে তিনি পরিবহকে দেখতে যাবেন বলে খবর ছড়ায় । ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে NRS-এ যান IMA সভাপতি তথা সাংসদ শান্তনু সেন । সেখানে তাঁকে কার্যত রোষের মুখে পড়তে হয় । এরপরও মুখ্যমন্ত্রী ভেবেছিলেন পরিবহকে দেখতে যাবেন ।

পরে দুপুরের দিকে নিজেদের মধ্যে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রীর আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে কথা বলতে হবে । সূত্রের খবর, এতেই বেঁকে বসেন মমতা । রীতিমতো ক্ষুব্ধ হন তিনি । আর তাই বিকেলে পরিবহকে দেখতে যাননি । তবে, চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্যসচিব রাজীব সিনহা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে পরিবহকে দেখতে যাবেন ।

কলকাতা, 15 জুন : তৈরি ছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স । বার্তা ছিল জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই খবর পেয়ে হাজির ছিলেন বেসরকারি হাসপাতালের উচ্চপদস্থ কর্তারা । চলে আসেন শীর্ষ পুলিশ কর্তারাও। রাস্তা ফাঁকা রাখতে শুরু হয়ে যায় যান-নিয়ন্ত্রণ । কিন্তু, কোথায় কী ! এলেন না মুখ্যমন্ত্রী । কালীঘাটের নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা নবান্নে যান তিনি । সূত্রের খবর, আন্দোলনকারীরা বৈঠকের আহ্বান প্রত্যাখান করায় বেঁকে বসেন মুখ্যমন্ত্রী ।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে কয়েকদিন ধরে সরকারি হাসপাতালে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা । দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তাতে কাজ হয়নি । উলটে বাড়ে ক্ষোভের মাত্রা । আন্দোলনে সামিল হন চিকিৎসকরা । গণইস্তফা দিতে থাকেন তাঁরা । জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রী যেন হাসপাতালে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যান । অন্যদিকে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে দেখে কঠোর অবস্থান বদলে ফেলেন মমতা । গতকাল সন্ধ্যায় আন্দোলনকারীদের নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী । গতকাল সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি আন্দোলনকারীরা ।

আজ সকালে আরও নমনীয় হন মুখ্যমন্ত্রী । আন্দোলনকারীদের দাবি মেনে তিনি পরিবহকে দেখতে যাবেন বলে খবর ছড়ায় । ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে NRS-এ যান IMA সভাপতি তথা সাংসদ শান্তনু সেন । সেখানে তাঁকে কার্যত রোষের মুখে পড়তে হয় । এরপরও মুখ্যমন্ত্রী ভেবেছিলেন পরিবহকে দেখতে যাবেন ।

পরে দুপুরের দিকে নিজেদের মধ্যে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রীর আহ্বান প্রত্যাখান করেন আন্দোলনকারীরা । দাবি করেন, মুখ্যমন্ত্রীকে NRS-এ এসে কথা বলতে হবে । সূত্রের খবর, এতেই বেঁকে বসেন মমতা । রীতিমতো ক্ষুব্ধ হন তিনি । আর তাই বিকেলে পরিবহকে দেখতে যাননি । তবে, চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্যসচিব রাজীব সিনহা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে পরিবহকে দেখতে যাবেন ।

Intro:কলকাতা, ১৫ জুন: তৈরি ছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। বার্তা ছিল আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ওই হাসপাতালের উচ্চপদস্থ কর্তারা। চলে আসেন শীর্ষ পুলিশ কর্তারাও। রাস্তা ফাঁকা রাখতে শুরু হয়ে যায় যান নিয়ন্ত্রণ। কিন্তু কোথায় কি! এলেন না মমতা। কালীঘাট থেকে বেরিয়ে সোজা চলে গেলেন নবান্নে।Body:নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের আলোচনার জন্য ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে নবান্নে আসতে বলা হয়েছিল তাদের। সকালে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন IMA সভাপতি তথা সাংসদ ডা: শান্তনু সেন। এন আর এস এর একাডেমিক বিল্ডিংয়ে হয় বৈঠক। সূত্র জানাচ্ছে সেখানে শান্তনুকে প্রায় বিক্ষোভের মুখে পড়তে হয়। তারপরেও মুখ্যমন্ত্রী ভেবেছিলেন পরিবহকে দেখতে যাবেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রে এমন খবরই মিলেছে। আসলে আন্দোলনের শুরুর দিককার দাবি ছিল এমনই। মুখ্যমন্ত্রী যেন পরিবহকে দেখতে যান। সেই দাবি মেনে পরিবহকে দেখতে যাওয়ার মাধ্যমে আলোচনার ক্ষেত্রটা প্রস্তুত করতে চেয়েছিলেন মমতা। Conclusion:সূত্র জানাচ্ছে, NRS আন্দোলনকারীদের GB মিটিংয়ের সিদ্ধান্ত এবং তারপর আন্দোলনকারীদের স্লোগান শুনে বেঁকে বসেন মমতা। আক্তাই মল্লিক বাজার না এসে সোজা চলে যান নবান্নে। ফলে জট কাটার যে সামান্যতম আশা তৈরি হয়েছিল, তা শেষ হয়ে যায়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.