ETV Bharat / briefs

যাত্রী দেখা নেই, মালদা বেসরকারি বাস চলাচল নিয়ে চিন্তিত মালিকরা

সরকারি নির্দেশ মেনে বাসে 20 জনের বেশি যাত্রী তুলতে পারছেন না বাস কর্মীরা ।বেশিরভাগ ক্ষেত্রে 20জনের কম হচ্ছে । তেল ও অন্যান্য খরচ তুলতে পারছেন না বাস মালিকরা ।

Malda private bus service
মালদা
author img

By

Published : Jun 8, 2020, 4:29 PM IST

মালদা, 8 জুন : সরকারি নির্দেশে পথে নেমেছে বেসরকারি বাস ৷ মালদার বিভিন্ন রুটে গুটিকয়েক বেসরকারি বাস চলাচল করলেও তাতে যাত্রী হচ্ছে না ৷ সরকারের তরফে বাসে যতটা সিট, ততজন যাত্রী নেওয়ার কথা জানানো হয়েছে । কিন্তু কোনও বাসে যাত্রী হচ্ছে না বলে অভিযোগ মালিকদের ৷ এদিকে সরকার সাফ জানিয়ে দিয়েছে, যাই হোক না কেন, এই মুহূর্তে কিছুতেই বাসভাড়া বাড়ানো যাবে না ৷ সব মিলিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকরা ৷ তাঁঁদের বক্তব্য, বাস মালিকদের ঘর থেকে টাকা দিয়ে রাস্তায় বাস নামাতে হচ্ছে ৷ এভাবে বেশিদিন চলতে পারে না ৷ কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে রাস্তা থেকে বাস তুলে নিতে বাধ্য হবে তাঁঁরা ৷ এই বিষয়ে বাস মালিকরা জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

লকডাউন চলাকালীন গোটা রাজ্যের সঙ্গে মালদায় সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছিল ৷ প্রথমে প্রতি বাসে 20 জন যাত্রী নিয়ে সরকারি বাসগুলি চলাচল শুরু করে । পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশ মেনে বাসে যত সিট, ততজন যাত্রী নিয়ে পরিষেবা চালু করে সরকারি বাসগুলি ৷ এরপর রাজ্য সরকার বেসরকারি বাস রাস্তায় নামার অনুমতি দেয় ৷ এই নিয়ে বেসরকারি বাস সংগঠনগুলিকে সরকারের তরফে নির্দেশিকা পাঠানো হয় ৷ সেই মতো মালদা জেলার বেসরকারি বাস মালিকরা প্রথমে বিভিন্ন রুটে কিছু বাস নামানোর সিদ্ধান্ত নেন ৷ কিন্তু সমস্যা দেখা দেয় অন্য জায়গায় ৷

দেখা যায়, সরকারের তরফে সিট অনুযায়ী বাসে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও হাতে গোনা কিছু যাত্রী পাওয়া যাচ্ছে ৷ সব রুটে এক অবস্থা ধরা পড়েছে ৷ কোনও বাসে ১৫ জন, কোনও বাসে বা ২০ জন যাত্রী ৷ যাতায়াতের পথে যাত্রী পাওয়া যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে কীভাবে বাস চালানো যাবে তা ভেবে উঠতে পারছে না বাস মালিকরা ৷

মালদা জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নিমাই বিশ্বাস বলেন, “রুটে বাস চালিয়ে তেলের খরচ উঠছে না ৷ সাধারণত এক লিটার তেলে কোনও বাস চার থেকে পাঁচ কিলোমিটার চলে ৷ বর্তমানে যে পরিমাণ যাত্রী মিলছে, তাতে তেলের খরচ উঠছে না ৷" এর সঙ্গে রয়েছে বাস কর্মীদের খরচ ৷ মালিকদের ঘর থেকে টাকা দিয়ে রাস্তায় বাস চালাতে হচ্ছে বলে নিমাইবাবু জানান ৷ তিনি আরও বলেন, "আমরা কিছু গাড়ি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ৷ আজ বাস চলছে ৷ কিন্তু কতক্ষণ রাস্তায় বাস থাকবে, তা বলা যাচ্ছে না ৷ কারণ, ঘর থেকে টাকা দিয়ে বাস চালানো অসম্ভব ৷ একমাত্র সরকার এগিয়ে আসলে আমাদের বাস চালানো সম্ভব হবে ৷”

মালদা, 8 জুন : সরকারি নির্দেশে পথে নেমেছে বেসরকারি বাস ৷ মালদার বিভিন্ন রুটে গুটিকয়েক বেসরকারি বাস চলাচল করলেও তাতে যাত্রী হচ্ছে না ৷ সরকারের তরফে বাসে যতটা সিট, ততজন যাত্রী নেওয়ার কথা জানানো হয়েছে । কিন্তু কোনও বাসে যাত্রী হচ্ছে না বলে অভিযোগ মালিকদের ৷ এদিকে সরকার সাফ জানিয়ে দিয়েছে, যাই হোক না কেন, এই মুহূর্তে কিছুতেই বাসভাড়া বাড়ানো যাবে না ৷ সব মিলিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকরা ৷ তাঁঁদের বক্তব্য, বাস মালিকদের ঘর থেকে টাকা দিয়ে রাস্তায় বাস নামাতে হচ্ছে ৷ এভাবে বেশিদিন চলতে পারে না ৷ কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে রাস্তা থেকে বাস তুলে নিতে বাধ্য হবে তাঁঁরা ৷ এই বিষয়ে বাস মালিকরা জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷

লকডাউন চলাকালীন গোটা রাজ্যের সঙ্গে মালদায় সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছিল ৷ প্রথমে প্রতি বাসে 20 জন যাত্রী নিয়ে সরকারি বাসগুলি চলাচল শুরু করে । পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশ মেনে বাসে যত সিট, ততজন যাত্রী নিয়ে পরিষেবা চালু করে সরকারি বাসগুলি ৷ এরপর রাজ্য সরকার বেসরকারি বাস রাস্তায় নামার অনুমতি দেয় ৷ এই নিয়ে বেসরকারি বাস সংগঠনগুলিকে সরকারের তরফে নির্দেশিকা পাঠানো হয় ৷ সেই মতো মালদা জেলার বেসরকারি বাস মালিকরা প্রথমে বিভিন্ন রুটে কিছু বাস নামানোর সিদ্ধান্ত নেন ৷ কিন্তু সমস্যা দেখা দেয় অন্য জায়গায় ৷

দেখা যায়, সরকারের তরফে সিট অনুযায়ী বাসে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও হাতে গোনা কিছু যাত্রী পাওয়া যাচ্ছে ৷ সব রুটে এক অবস্থা ধরা পড়েছে ৷ কোনও বাসে ১৫ জন, কোনও বাসে বা ২০ জন যাত্রী ৷ যাতায়াতের পথে যাত্রী পাওয়া যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে কীভাবে বাস চালানো যাবে তা ভেবে উঠতে পারছে না বাস মালিকরা ৷

মালদা জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নিমাই বিশ্বাস বলেন, “রুটে বাস চালিয়ে তেলের খরচ উঠছে না ৷ সাধারণত এক লিটার তেলে কোনও বাস চার থেকে পাঁচ কিলোমিটার চলে ৷ বর্তমানে যে পরিমাণ যাত্রী মিলছে, তাতে তেলের খরচ উঠছে না ৷" এর সঙ্গে রয়েছে বাস কর্মীদের খরচ ৷ মালিকদের ঘর থেকে টাকা দিয়ে রাস্তায় বাস চালাতে হচ্ছে বলে নিমাইবাবু জানান ৷ তিনি আরও বলেন, "আমরা কিছু গাড়ি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ৷ আজ বাস চলছে ৷ কিন্তু কতক্ষণ রাস্তায় বাস থাকবে, তা বলা যাচ্ছে না ৷ কারণ, ঘর থেকে টাকা দিয়ে বাস চালানো অসম্ভব ৷ একমাত্র সরকার এগিয়ে আসলে আমাদের বাস চালানো সম্ভব হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.