ETV Bharat / briefs

সংক্রমণ রুখতে মালদায় ফের জারি হতে পারে লকডাউন

কোরোনার সংক্রমণে রাশ টানতে জেলার দুই পৌর এলাকায় হতে চলেছে লকডাউন ৷ প্রশাসনিক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় ৷

Malda
Malda
author img

By

Published : Jul 7, 2020, 12:28 PM IST

মালদা, 7 জুলাই : জেলার দুই পৌর এলাকায় কোরোনা সংক্রমণের গতি সামাল দিতে এগিয়ে এল জেলা প্রশাসন ৷ এই দুই পৌর এলাকায় লকডাউন কঠোর করতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হল ৷ গতকাল জেলা প্রশাসনিক ভবনে এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই পৌরসভার প্রশাসক, জেলার বণিকসভার প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বেসরকারি বাস মালিক, ই-রিকশা সংগঠনের প্রতিনিধিরাও৷ সভায় সিদ্ধান্ত হয়েছে, দুই পৌর এলাকা অথাৎ ইংরেজ বাজার এবং পুরাতন মালদাতে যেভাবে কোরোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আনলক পরিস্থিতিতেও লকডাউন কঠোর করা ছাড়া কোনও গতি নেই ৷

বৈঠক শেষে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “যেভাবে দুই পৌর এলাকায় কোরোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে, তা অত্যন্ত উদ্বেগের৷ সংক্রমণে রাশ ধরতে আজ সন্ধেয় জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে অনেককে সঙ্গে নিয়ে একটি বৈঠক হয়েছে ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোরোনার সংক্রমণ রুখতে এই মালদা ও পুরাতন মালদা শহরে লকডাউন কঠোর করা ছাড়া কোনও উপায় নেই৷ বৈঠকের সিদ্ধান্ত আজই জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে৷ রাজ্যের অনুমোদন পাওয়ামাত্র দুই শহরে মাইকিং করে সেকথা সবাইকে জানিয়ে দেওয়া হবে ৷”

নীহারবাবু এই নিয়ে বিস্তারিতভাবে কিছু বলতে না চাইলেও জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু সাফ জানিয়েছেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8 জুলাই থেকে প্রাথমিকভাবে সাতদিনের জন্য জেলার দুই পৌর এলাকায় জামাকাপড়, সোনা, ইলেক্ট্রনিক্স, হার্ডওয়ার, মদ সহ সমস্ত দোকান বন্ধ থাকবে৷ শুধু তাই নয়, রাস্তার ধারে কোনও ফল, চা, মিষ্টির দোকানও খোলা যাবে না৷ সবজি ও মাছ-মাংসের বাজার সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে৷ এই সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর দোকান খোলা রাখা যাবে৷ তবে অনলাইন ডেলিভারি চালু থাকবে৷ সমস্ত বেসরকারি বাস গৌড়কন্যা বাস টার্মিনাল থেকে ছাড়ার পর শুধু রথবাড়ি মোড় ও পুরাতন মালদার মঙ্গলবাড়ি মোড়ে দাঁড়াবে৷ জেলাশাসকের নির্দেশ মোতাবেক মালদা শহরের তিনটি পয়েন্ট থেকে মাত্র 20টি করে টোটো জরুরি পরিষেবা দেওয়ার জন্য চলাচল করতে পারবে৷ এছাড়া আরও কিছু সিদ্ধান্ত পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে ৷”

মালদা, 7 জুলাই : জেলার দুই পৌর এলাকায় কোরোনা সংক্রমণের গতি সামাল দিতে এগিয়ে এল জেলা প্রশাসন ৷ এই দুই পৌর এলাকায় লকডাউন কঠোর করতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হল ৷ গতকাল জেলা প্রশাসনিক ভবনে এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই পৌরসভার প্রশাসক, জেলার বণিকসভার প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বেসরকারি বাস মালিক, ই-রিকশা সংগঠনের প্রতিনিধিরাও৷ সভায় সিদ্ধান্ত হয়েছে, দুই পৌর এলাকা অথাৎ ইংরেজ বাজার এবং পুরাতন মালদাতে যেভাবে কোরোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আনলক পরিস্থিতিতেও লকডাউন কঠোর করা ছাড়া কোনও গতি নেই ৷

বৈঠক শেষে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “যেভাবে দুই পৌর এলাকায় কোরোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে, তা অত্যন্ত উদ্বেগের৷ সংক্রমণে রাশ ধরতে আজ সন্ধেয় জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে অনেককে সঙ্গে নিয়ে একটি বৈঠক হয়েছে ৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোরোনার সংক্রমণ রুখতে এই মালদা ও পুরাতন মালদা শহরে লকডাউন কঠোর করা ছাড়া কোনও উপায় নেই৷ বৈঠকের সিদ্ধান্ত আজই জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে৷ রাজ্যের অনুমোদন পাওয়ামাত্র দুই শহরে মাইকিং করে সেকথা সবাইকে জানিয়ে দেওয়া হবে ৷”

নীহারবাবু এই নিয়ে বিস্তারিতভাবে কিছু বলতে না চাইলেও জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু সাফ জানিয়েছেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8 জুলাই থেকে প্রাথমিকভাবে সাতদিনের জন্য জেলার দুই পৌর এলাকায় জামাকাপড়, সোনা, ইলেক্ট্রনিক্স, হার্ডওয়ার, মদ সহ সমস্ত দোকান বন্ধ থাকবে৷ শুধু তাই নয়, রাস্তার ধারে কোনও ফল, চা, মিষ্টির দোকানও খোলা যাবে না৷ সবজি ও মাছ-মাংসের বাজার সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে৷ এই সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর দোকান খোলা রাখা যাবে৷ তবে অনলাইন ডেলিভারি চালু থাকবে৷ সমস্ত বেসরকারি বাস গৌড়কন্যা বাস টার্মিনাল থেকে ছাড়ার পর শুধু রথবাড়ি মোড় ও পুরাতন মালদার মঙ্গলবাড়ি মোড়ে দাঁড়াবে৷ জেলাশাসকের নির্দেশ মোতাবেক মালদা শহরের তিনটি পয়েন্ট থেকে মাত্র 20টি করে টোটো জরুরি পরিষেবা দেওয়ার জন্য চলাচল করতে পারবে৷ এছাড়া আরও কিছু সিদ্ধান্ত পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.