ETV Bharat / briefs

খুলছে কোচবিহারের মদনমোহন মন্দির, মানতে হবে একাধিক নিয়ম - Corona

কোরোনা সংক্রমণের জেরে মার্চের শেষ দিকে মদনমোহন মন্দিরের গেট ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় । তিনমাস বন্ধ থাকার পর এবার তা খুলতে চলেছে ।

Coachbihar
Coachbihar
author img

By

Published : Jul 8, 2020, 5:34 PM IST

কোচবিহার, 8 জুলাই: লকডাউন শিথিল হতেই খুলেছে রাজ্যের একাধিক মন্দির । আর আগামীকাল ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে মদনমোহন মন্দিরের দরজা । সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুজো দিতে পারবেন ভক্তরা । কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, বৃহস্পতিবার মদনমোহন মন্দির খুলে দেওয়া হবে বলে গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে 1890 সাল নাগাদ বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির প্রতিষ্ঠিত হয় । কোরোনা সংক্রমণের কারণে মার্চের শেষ দিকে মন্দিরের গেট ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় । এরপর তিনমাস মন্দিরের গেট বন্ধ ছিল । তবে নিত্যপুজো বন্ধ হয়নি । ইতিমধ্যেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে মন্দির খুলতে শুরু করেছে । আর মদনমোহন মন্দির খোলা নিয়ে গতরাতে বৈঠক করে দেবত্তর ট্রাস্ট বোর্ড । সেখানেই ভক্তদের জন্য মদনমোহন মন্দিরের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

মন্দিরে প্রবেশের আগে মানতে হবে কয়েকটি নিয়ম-

  1. মন্দির চত্বরের বাইরে জুতো খুলতে হবে । জুতো স্ট‍্যান্ড বাইরে রাখা থাকবে ।
  2. 15 জনের বেশি একসঙ্গে মন্দিরে ঢুকতে পারবে না ।
  3. প্রবেশের সময় ভক্তদের অবশ্যই মাস্ক পরতে হবে।
  4. প্রবেশের মুখে থার্মাল গান দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।
  5. পুজো দেওয়ার আগে ও পরে হাত অবশ্যই স‍্যানিটাইজ় করতে হবে।
  6. পুজো দেওয়ার জন্য ফল ও মিষ্টি দিতে পারলেও অন্নভোগ এখনও দেওয়া যাবে না ।
  7. মন্দিরের বারান্দাতেও ভক্তরা উঠতে পারবে না।
  8. ভোগসামগ্রী বারান্দার কাছে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে ।

কোচবিহার, 8 জুলাই: লকডাউন শিথিল হতেই খুলেছে রাজ্যের একাধিক মন্দির । আর আগামীকাল ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে মদনমোহন মন্দিরের দরজা । সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুজো দিতে পারবেন ভক্তরা । কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, বৃহস্পতিবার মদনমোহন মন্দির খুলে দেওয়া হবে বলে গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে 1890 সাল নাগাদ বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির প্রতিষ্ঠিত হয় । কোরোনা সংক্রমণের কারণে মার্চের শেষ দিকে মন্দিরের গেট ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় । এরপর তিনমাস মন্দিরের গেট বন্ধ ছিল । তবে নিত্যপুজো বন্ধ হয়নি । ইতিমধ্যেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে মন্দির খুলতে শুরু করেছে । আর মদনমোহন মন্দির খোলা নিয়ে গতরাতে বৈঠক করে দেবত্তর ট্রাস্ট বোর্ড । সেখানেই ভক্তদের জন্য মদনমোহন মন্দিরের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।

মন্দিরে প্রবেশের আগে মানতে হবে কয়েকটি নিয়ম-

  1. মন্দির চত্বরের বাইরে জুতো খুলতে হবে । জুতো স্ট‍্যান্ড বাইরে রাখা থাকবে ।
  2. 15 জনের বেশি একসঙ্গে মন্দিরে ঢুকতে পারবে না ।
  3. প্রবেশের সময় ভক্তদের অবশ্যই মাস্ক পরতে হবে।
  4. প্রবেশের মুখে থার্মাল গান দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।
  5. পুজো দেওয়ার আগে ও পরে হাত অবশ্যই স‍্যানিটাইজ় করতে হবে।
  6. পুজো দেওয়ার জন্য ফল ও মিষ্টি দিতে পারলেও অন্নভোগ এখনও দেওয়া যাবে না ।
  7. মন্দিরের বারান্দাতেও ভক্তরা উঠতে পারবে না।
  8. ভোগসামগ্রী বারান্দার কাছে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.