ধনেখালি, 6 মে : এজেন্ট সেজে বুথে ঢোকার অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে । তার নাম আমিরুল মণ্ডল । বুথের ভিতরে ঢুকে তাকে ধমক দিলেন লকেট চ্যাটার্জি । ধনেখালির 232 নম্বর বুথের ঘটনা । বলেন, "তুমি এখানে এসে জোড়াফুলে ভোট দিতে বলে যাচ্ছ । তুমি বুথের মধ্যে দাঁড়িয়ে আছ কেন ? মারব এক । চলো বাইরে ।"
লকেট চ্যাটার্জি আজ সকাল থেকে ধনেখালির বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন । ধনেখালির একাধিক বুথে ছাপ্পা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছিল ।
তৃণমূলের দাবি, কোথাও কোনও সমস্যা নেই । লকেট এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে ।
লকেট বলেন, "তৃণমূলের লোককে নির্দলের ফর্ম দিয়ে বসিয়েছে । ওরা তৃণমূলকে ভোট দিতে বলেছে । BJP-র এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে । ধনেখালির প্রতিটা বুথে এই ভাবে রিগিং চলছে । CRPF কী কাজ করছে বুঝতে পারছি না । নির্বাচন কমিশনকে এবিষয়ে জানিয়েছি ।"