ETV Bharat / briefs

পুকুর পাড়ে যুবকের জামাকাপড়, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে অবরোধ - police negligance

বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক । অভিযোগ জানানো সত্ত্বেও নিষ্ক্রিয় পুলিশ । প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী ।

রাস্তায় ব্যারিকেড
author img

By

Published : May 25, 2019, 1:20 PM IST

আসানসোল, 25 মে : বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক । আশ্বাস দেওয়া হলেও সাহায্য মেলেনি প্রশাসনের । আর তারই প্রতিবাদে আসানসোলের উত্তর থানার শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দারা । নিখোঁজ যুবকের নাম সুমন্ত রুইদাস । বয়স 24 ।

কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাস একটি বিস্কুট কারখানায় কাজ করতেন । বৃহস্পতিবার কারখানায় যাচ্ছেন বলে বেরিয়েছিলেন তিনি । কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি । ওইদিন রাতেই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার । গতকাল এলাকার ছেলেরা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে সেখানে সুমন্তর সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখে । খবর পেয়ে সেখানে সুমন্তর পরিবারের লোকজন যান । তাঁরা সাইকেল ও জামাকাপড় সুমন্তর বলে শনাক্ত করেন ।

block
রাস্তা অবরোধে এলাকাবাসীরা

পরিবারের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও পুকুরে তল্লাশি চালাতে তাদের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি । এর জেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী । আজ সকালে তারা অবরোধ করে শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক । এলাকাবাসীর দাবি, ওই যুবকের খোঁজ না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ তথা স্থানীয় কাউন্সিলর শ্যাম সোরেন । তিনিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।

আসানসোল, 25 মে : বৃহস্পতিবার থেকে নিখোঁজ যুবক । আশ্বাস দেওয়া হলেও সাহায্য মেলেনি প্রশাসনের । আর তারই প্রতিবাদে আসানসোলের উত্তর থানার শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দারা । নিখোঁজ যুবকের নাম সুমন্ত রুইদাস । বয়স 24 ।

কে ডি সিম কোলিয়ারি এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাস একটি বিস্কুট কারখানায় কাজ করতেন । বৃহস্পতিবার কারখানায় যাচ্ছেন বলে বেরিয়েছিলেন তিনি । কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি । ওইদিন রাতেই আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার । গতকাল এলাকার ছেলেরা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে সেখানে সুমন্তর সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখে । খবর পেয়ে সেখানে সুমন্তর পরিবারের লোকজন যান । তাঁরা সাইকেল ও জামাকাপড় সুমন্তর বলে শনাক্ত করেন ।

block
রাস্তা অবরোধে এলাকাবাসীরা

পরিবারের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও পুকুরে তল্লাশি চালাতে তাদের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি । এর জেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী । আজ সকালে তারা অবরোধ করে শীতলা মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক । এলাকাবাসীর দাবি, ওই যুবকের খোঁজ না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ তথা স্থানীয় কাউন্সিলর শ্যাম সোরেন । তিনিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ।

Intro:গত পরশুদিন থেকে কাজে বেরিয়ে নিখোঁজ এক যুবক। গতকাল এলাকার একটি পুকুর থেকে মিলেছে ওই যুবকের সাইকেল ও কিছু পোশাক। গ্রামবাসীরা নিজেরাই সেই পুকুরে খোঁজাখুজি করছে। অভিযোগ পুলিশের তরফে কোন সহযোগিতা মিলছে না। আর সেই প্রতিবাদে দুনম্বর জাতীয় সড়ক অবরোধ করল বাসিন্দারা। আসানসোল উত্তর থানার শীতলা মোড় এলাকার ঘটনা। নিখোঁজ যুবকের নাম সুমন্ত রুইদাস। তার বাড়ি কে ডি সিম কোলিয়ারি এলাকায়।Body:সুমন্ত রুইদাস একটি বেসরকারী বিস্কুট কারখানায় কাজ করতেন। গত পরশু দিন (বৃহস্পতিবার) অনান্য দিনের মতই কাজে গিয়েছিলেন সুমন্ত। কিন্তু ফিরে আসেনি। তার পরিবারের লোকেরা সেইদিনই রাতে পুলিশকে জানায়। তারপরেও কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার গ্রামের ছেলেরা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গেলে একটি সাইকেল ও কিছু পোশাকের হদিশ পায়। সুমন্ত-র পরিবার সনাক্ত করেন সাইকেলটি ও পোশাকগুলি সুমন্তর। পুলিশকেও জানান হয়। কিন্তু গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কোন ডুবুরি বা উদ্ধারকারী দল পুলিশ আনতে পারেনি। আজ সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা দুনম্বর জাতীয় সড়কে শীতলা মোড় অবরোধ করে। বাসিন্দাদের দাবি যতক্ষন সুমন্ত-র কোন খোঁজ মিলছে ততক্ষন অবরোধ চলবে।
ঘটনাস্থানে পৌঁছান আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা স্থানীয় কাউন্সিলর শ্যাম সরেন। তিনিও পুলিশের ভুমিকার সমালোচনা করার পাশাপাশি পরিবারকে সমবেদনা জানান।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.