ETV Bharat / briefs

Lata Mangeshkar Death : একসঙ্গে শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না, জানালেন লতার চিকিৎসক

author img

By

Published : Feb 6, 2022, 12:21 PM IST

শনিবার সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । তাঁর মৃত্যুর কারণ নিয়ে একটি বিবৃতি দিলেন চিকিৎসক প্রতীত সমদানি (Lata Mangeshkar Death) ।

Lata Mangeshkar in Mumbai Breach Candy Hospital
Lata Mangeshkar died in Mumbai

মুম্বই, 6 ফেব্রুয়ারি : কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর পাড়ি দিয়েছেন অন্য জগতে । আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর (Lata Mangeshkar died due to multiple organ failure, says Doctor Dr Pratit Samdani) ।

মুম্বইয়ের হাসপাতালে (Mumbai's Breach Candy Hospital) তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডাঃ প্রতীত সমদানি (Dr Pratit Samdani) । তিনি একটি বিবৃতিতে গায়িকার প্রয়াণের খবরটি জানান । চিকিৎসক প্রতীত বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, লতা মঙ্গেশকর সকাল 8.12 মিনিট নাগাদ মারা গিয়েছেন । কোভিড-19 সংক্রমণ নিয়ে তিনি হাসাপাতালে ভর্তি হন । 28 দিনেরও বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন । শরীরের একাধিক অঙ্গ কাজ না করাই তাঁর মৃত্যুর কারণ ।”

আরও পড়ুন : Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউতে

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর 8 জানুয়ারি লতা মঙ্গেশকর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন । তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে । সঙ্গে নিউমোনিয়া ছিল । তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় । মাঝে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও শনিবার থেকে ফের অবনতি হতে শুরু করে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ।

মুম্বই, 6 ফেব্রুয়ারি : কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর পাড়ি দিয়েছেন অন্য জগতে । আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর (Lata Mangeshkar died due to multiple organ failure, says Doctor Dr Pratit Samdani) ।

মুম্বইয়ের হাসপাতালে (Mumbai's Breach Candy Hospital) তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ডাঃ প্রতীত সমদানি (Dr Pratit Samdani) । তিনি একটি বিবৃতিতে গায়িকার প্রয়াণের খবরটি জানান । চিকিৎসক প্রতীত বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, লতা মঙ্গেশকর সকাল 8.12 মিনিট নাগাদ মারা গিয়েছেন । কোভিড-19 সংক্রমণ নিয়ে তিনি হাসাপাতালে ভর্তি হন । 28 দিনেরও বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন । শরীরের একাধিক অঙ্গ কাজ না করাই তাঁর মৃত্যুর কারণ ।”

আরও পড়ুন : Lata Mangeshkar covid positive: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউতে

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর 8 জানুয়ারি লতা মঙ্গেশকর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন । তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে । সঙ্গে নিউমোনিয়া ছিল । তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় । মাঝে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও শনিবার থেকে ফের অবনতি হতে শুরু করে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.