ETV Bharat / briefs

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র - Dilip Ghosh

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান করবে BJP । দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলার 18 জন জয়ী BJP সাংসদই এই অভিযানে উপস্থিত থাকবেন । মুরলীধর সেন লেনের দলের সদর দপ্তর থেকেই মিছিল শুরু হবে ।

সন্দেশখালি ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র
author img

By

Published : Jun 9, 2019, 4:54 PM IST

Updated : Jun 9, 2019, 7:26 PM IST

কলকাতা, 9 জুন : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বুধবার লালবাজার অভিযান করবে BJP । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অভিযান হবে । বাংলার 18 জন জয়ী BJP সাংসদই সেই অভিযানে উপস্থিত থাকবেন । মুরলীধর সেন লেনের দলের সদর দপ্তর থেকেই মিছিল শুরু হবে । মিছিল যাবে লালবাজার পর্যন্ত ।

এই সংক্রান্ত খবর : পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "সন্দেশখালিসহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে লালাবাজার অভিযান করা হচ্ছে । এছাড়াও জেলায় জেলায় BJP কর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রতিবাদেও এই অভিযান ।"

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

প্রসঙ্গত, সন্দেশখালির ন্যাজাটে গতকাল তৃণমূল-BJP সংঘর্ষে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 3 জন BJP কর্মী । এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । ইতিমধ্যেই BJP এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেছে । এই ঘটনার প্রতিবাদে BJP -র একাধিক নেতা সরব হয়েছেন । এবার আগামী বুধবার সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান করবে BJP । এই অভিযানে নেতৃত্ব দেবে দিলীপ ঘোষ ।

কলকাতা, 9 জুন : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বুধবার লালবাজার অভিযান করবে BJP । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অভিযান হবে । বাংলার 18 জন জয়ী BJP সাংসদই সেই অভিযানে উপস্থিত থাকবেন । মুরলীধর সেন লেনের দলের সদর দপ্তর থেকেই মিছিল শুরু হবে । মিছিল যাবে লালবাজার পর্যন্ত ।

এই সংক্রান্ত খবর : পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "সন্দেশখালিসহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে লালাবাজার অভিযান করা হচ্ছে । এছাড়াও জেলায় জেলায় BJP কর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রতিবাদেও এই অভিযান ।"

এই সংক্রান্ত খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

প্রসঙ্গত, সন্দেশখালির ন্যাজাটে গতকাল তৃণমূল-BJP সংঘর্ষে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 3 জন BJP কর্মী । এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক । ইতিমধ্যেই BJP এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেছে । এই ঘটনার প্রতিবাদে BJP -র একাধিক নেতা সরব হয়েছেন । এবার আগামী বুধবার সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান করবে BJP । এই অভিযানে নেতৃত্ব দেবে দিলীপ ঘোষ ।

Last Updated : Jun 9, 2019, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.