কুমারগঞ্জ, 4 জুলাই: মাসখানেক ধরেই নেই বিদ্যুৎ। বারবার স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও হয়নি কোনও লাভ হয়নি। অবশেষে বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক গ্রামবাসী। আজ দুপুরে কুমারগঞ্জ থানার ইচ্ছামতি এলাকা জুড়ে চলে অবরোধ । এই পথ অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থানে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে ঘণ্টা তিনেক পর অবরোধ তুলে নেওয়া হয়। এর পর শুরু হয় যান চলাচল ।
জানা গেছে, বিগত এক মাস ধরে বিদ্যুৎ সমস্যা চরম আকার নিয়েছে কুমারগঞ্জ ব্লকের ইছামতি ও রাধানগর গ্রামে। দুটো গ্রাম মিলিয়ে মাত্র একটি ট্রান্সমিটার রয়েছে। সেটিও মাসখানেক আগে নষ্ট হয়ে গেছে। ট্রান্সমিটার খারাপের জন্য প্রায় এক মাস ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই৷ এই তীব্র গরমে নাজেহাল অবস্থা স্থানীয়দের। সব থেকে সমস্যায় পড়ছে বাচ্চা ও বৃদ্ধরা। মোবাইল ফোনে চার্জ দিতে অনেক দূরে যেতে হচ্ছে ৷ দীর্ঘ দিন ধরে বলার পর আজ ঘটনাস্থানে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তবে আজ বিদ্যুৎ কর্মীদের গাড়ি এসেও ট্রান্সমিটার ঠিক করতে না পেরে চলে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। পরে বিদ্যুৎ দপ্তর ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে কুমারগঞ্জ বিদ্যুৎ বিভাগের আধিকারিক সুকুমার সিংহ বলেন, “আমাদের না জানিয়েই ওই গ্রামবাসীরা পথ অবরোধ করে । তবে আমরা চেষ্টা করছি বেশি ভোল্টেজের ট্রান্সমিটার লাগানো যায় কি না তা খতিয়ে দেখার। আমাদের কর্মীরা কাজ করছে। ”