কলকাতা, 11 সেপ্টেম্বর : সম্প্রতি কোরোনা সংক্রমিত হয়েছেন কলকাতা পুলিশ কমিশনার । তার মধ্যেই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক আধিকারিকের । অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা পুলিশে । এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট 12 কর্মীর মৃত্যু হল ।
মৃত্যু তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে । শুধুমাত্র কলকাতা পুলিশেই 12 জনের মৃত্যু হয়েছে । তালিকায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবলসহ সিভিক ভলান্টিয়ারও । সহকর্মীরা ভাবতে পারেননি, গৌতম মাহাতর এই পরিণতি হতে পারে । তিনি সুস্থ ছিলেন । বিশেষ শাখায় কর্মরত ছিলেন। মার্চ মাস থেকে প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছিলেন তিনি । লকডাউন বা সংক্রমণ কোনওটাই তাঁকে রুখে দিতে পারেনি । কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ বোধ করেন । পরে তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয় । সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । জানা যায়, তিনি কোভিড পজ়িটিভ ।
প্রথমদিকে বাড়িতেই ছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভরতি করা হয় । সূত্রের খবর, তাঁর কো-মর্বিডিটি ছিল না । তাও এই লড়াইটা জিততে পারলেন না তিনি । এটাই ভাবাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের ।
কলকাতা পুলিশের কোরোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে । তাঁদের মধ্যে অবশ্য বেশিরভাগ পুলিশকর্মী সুস্থ হয়েছেন । লালবাজার সূত্রের খবর, রোজ গড়ে 35 জন পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন । তাঁদের অনেকের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে । অনেকেই আবার উপসর্গহীন । মৃদু উপসর্গ থাকা পুলিশকর্মীদের রাখা হচ্ছে সেফ হোমে । তবে জোরালো উপসর্গ থাকা পুলিশকর্মীদের ভরতি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে । রোজ আক্রান্ত এবং সুস্থতার অনুপাত প্রায় সমান হয়ে উঠেছে ।