ETV Bharat / briefs

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের - Kolkata high court

2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকায় একাধিক গলদ রয়েছে । মামলাকারীদের এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট প্রার্থী নিয়োগে স্থগিতাদেশ জারি করল।

Kolkata high court
Kolkata high court
author img

By

Published : Jun 23, 2020, 12:19 AM IST

কলকাতা, 23 জুন : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দিয়ে বলেন, "প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তি না করা পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরে কোনও প্রার্থী নিয়োগ করা যাবে না।"

মামলাকারী ভানু রায়সহ একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকায় একাধিক গলদ রয়েছে । বিভিন্ন প্রার্থীর টেটের প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারভিউ তালিকা তৈরি করা হয়নি। 1:1.4 অনুপাতও মানা হয়নি । ফলে, বহু মেধাবী এবং যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

মামলাকারীদের সমস্ত অভিযোগ শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও প্রার্থী নিয়োগ করতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, যেহেতু এটি অস্থায়ী বেঞ্চ, তাই প্রধান বিচারপতি মামলার শুনানি করবেন।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। মেধাতালিকা বাতিল করার দাবিতে একাধিকবার ধর্ণা দিয়েছেন প্রার্থীরা। কোরোনা মহামারীর কারণে আপাতত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে।

কলকাতা, 23 জুন : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দিয়ে বলেন, "প্রধান বিচারপতি মামলার নিষ্পত্তি না করা পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তরে কোনও প্রার্থী নিয়োগ করা যাবে না।"

মামলাকারী ভানু রায়সহ একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগ, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকায় একাধিক গলদ রয়েছে । বিভিন্ন প্রার্থীর টেটের প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারভিউ তালিকা তৈরি করা হয়নি। 1:1.4 অনুপাতও মানা হয়নি । ফলে, বহু মেধাবী এবং যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

মামলাকারীদের সমস্ত অভিযোগ শোনার পর বিচারপতি বিবেক চৌধুরি নির্দেশ দেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোনও প্রার্থী নিয়োগ করতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, যেহেতু এটি অস্থায়ী বেঞ্চ, তাই প্রধান বিচারপতি মামলার শুনানি করবেন।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। মেধাতালিকা বাতিল করার দাবিতে একাধিকবার ধর্ণা দিয়েছেন প্রার্থীরা। কোরোনা মহামারীর কারণে আপাতত সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.