কলকাতা, 13 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে চিকিৎসা ব্যবস্থা প্রায় স্তব্ধ হয়ে পড়েছে । গতবছর চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যুর ঘটনায় পুলিশকে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই ঘটনার ব্যাখ্যা চেয়ে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে 2 জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।
গতবছরের 8 অগাস্ট সংলাপ দেব নামে এক বিমান সংস্থার কর্মী সল্টলেকের একটি হাসপাতালে মারা যান । অভিযোগ ওঠে, চিকিৎসায় গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে । এরপর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । পুলিশ জানান, মেডিকেল কাউন্সিল যদি অভিযোগপত্র নেয় তবেই পুলিশ অভিযোগ দায়ের করবে । তবে মেডিকেল কাউন্সিলে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । তাই গত একবছরে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে পুলিশ কোনও তদন্ত করেনি ।
আজ এই মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চে ওঠে । একবছরে ঘটনার কোনও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি । পুলিশকে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দেন । পাশাপাশি মেডিকেল কাউন্সিল এতদিন কেন চুপ ছিল সেই ব্যাখ্যা চেয়ে কাউন্সিলের রেজিস্ট্রারকে 2 জুলাই হাইকোর্টে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।