কলকাতা, 28 সেপ্টেম্বর : 25টি পরিবারকে বাংলার বাড়ি তৈরি করে দিয়ে পুনর্বাসন দিল কলকাতা পৌরনিগম । কলকাতার 117 নম্বর ওয়ার্ডে মহাবীরতলা আবদুল কালাম ব্রিজের পাশে রাস্তা চওড়া করার পরিকল্পনা নেয় কলকাতা পৌরনিগম । কিন্তু রাস্তার ধারে ঝুপড়ি করে অনেকগুলি পরিবার বসবাস করায় রাস্তা সম্প্রসারণের কাজ সম্ভব হচ্ছিল না । পরে কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নেয়, এই ঝুপড়িবাসীদের অন্যত্র সরিয়ে রাস্তা চওড়া করার কাজ করা হবে ।
মহাবীরতলা ক্যানেল রোডে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে এই 25 টি পরিবারকে পুনর্বাসন দেয় কলকাতা পৌরনিগম । আজ পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বাড়ির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ও অন্য পৌর আধিকারিকরা । ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন । কলকাতা পৌরনিগম-রাজ্য সরকারের পক্ষ থেকে ঝুপড়িবাসীদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ।
375 বর্গফুটের একটি করে ফ্ল্যাট দেওয়া হয়েছে । নতুন ঘর পেয়ে খুশি ঝুপড়িবাসীরাও । ফিরহাদ হাকিম জানিয়েছেন, এবার ব্রিজের পাশে রাস্তা চওড়া করতে আর কোনও সমস্যা রইল না কলকাতা পৌরনিগমের ।