ETV Bharat / briefs

Katwa Court Life Imprisonment : বিচার পেতে দু-দশক, কাটোয়ায় খুনের ঘটনায় যাবজ্জীবন 3 অপরাধীর - Katwa sub divisional court sentences life imprisonment to three felonies in a murder case

1999 সালে খুনের ঘটনায় সাজা ঘোষণা হল প্রায় 20 বছর পর । গতকাল কাটোয়া মহকুমা আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল (Katwa Court Life Imprisonment ) ।

Life Imprisonment after 30 years
Katwa Murder Case order
author img

By

Published : Feb 3, 2022, 8:06 AM IST

কাটোয়া, 3 ফেব্রুয়ারি : খুনের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাটোয়া মহকুমা আদালত । বুধবার ধানু ঘোষ, বোগা ঘোষ ও বংশী ঘোষকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 34 ধারা অনুযায়ী সাজা ঘোষণা করেন বিচারক । যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করেছে আদালত । এই খুনের ঘটনায় আরেক অভিযুক্ত এখনও পলাতক ।

আদালত সূত্রে জানা গিয়েছে, 1999 সালের 19 জুন ছিদাম ঘোষ নামে এক ব্যক্তি নৌকায় সকালের দিকে কাটোয়ায় ফিরছিলেন । নৌকাতেই তাঁকে গুলি করে খুন করা হয় । এই ঘটনায় ছিদাম ঘোষের পরিবার চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন : Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে । আট জন এই ঘটনার সাক্ষী দিয়েছেন । এছাড়া প্রত্যক্ষদর্শী ছিলেন তিনজন । তাঁদের চোখের সামনে ঘটে গোটাটা । সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । যদিও বিচার পেতে প্রায় 20 বছর অপেক্ষা করতে হল নিহতের পরিবারকে । দোষী ধানু ঘোষের ছেলে পরিতোষ ঘোষ জানান, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন ।

কাটোয়া, 3 ফেব্রুয়ারি : খুনের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাটোয়া মহকুমা আদালত । বুধবার ধানু ঘোষ, বোগা ঘোষ ও বংশী ঘোষকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 34 ধারা অনুযায়ী সাজা ঘোষণা করেন বিচারক । যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করেছে আদালত । এই খুনের ঘটনায় আরেক অভিযুক্ত এখনও পলাতক ।

আদালত সূত্রে জানা গিয়েছে, 1999 সালের 19 জুন ছিদাম ঘোষ নামে এক ব্যক্তি নৌকায় সকালের দিকে কাটোয়ায় ফিরছিলেন । নৌকাতেই তাঁকে গুলি করে খুন করা হয় । এই ঘটনায় ছিদাম ঘোষের পরিবার চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে ।

আরও পড়ুন : Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে । আট জন এই ঘটনার সাক্ষী দিয়েছেন । এছাড়া প্রত্যক্ষদর্শী ছিলেন তিনজন । তাঁদের চোখের সামনে ঘটে গোটাটা । সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । যদিও বিচার পেতে প্রায় 20 বছর অপেক্ষা করতে হল নিহতের পরিবারকে । দোষী ধানু ঘোষের ছেলে পরিতোষ ঘোষ জানান, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.