ঝাড়গ্রাম,4 জুলাই : কোরোনা পরিস্থিতিতে মানবিক পরিচয় দেখিয়ে নজির গড়ল ঝাড়্গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমস্ত পুলিশকর্মীরা একদিনের বেতন তুলে দেন রাজ্য ত্রাণ তহবিলে। দান করা অর্থের পরিমাণ প্রায় 21 লাখ 18 হাজার 548 ।
দীর্ঘ লকডাউন তুলে চলছে এখন আনলকের দ্বিতীয় দফা l এই অবস্থায় রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল l বাদ পড়েনি ঝাড়গ্রামও । কাজ হারিয়েছে ঝাড়গ্রামে ফিরেছে অনেক পরিযায়ী শ্রমিকরা l এই অবস্থায় জঙ্গল মহলের মানুষের কাছে নগদ জোগানও কম l তাই সাহায্যের হাত বাড়িয়ে দিল ঝাড়গ্রাম পুলিশ l
ঝাড়গ্রাম পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোরের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সমস্ত পুলিশকর্মীরা তাদের এক দিনের বেতন দান করলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে l আজ দান করা এাণের মোট মূল্য প্রায় 21 লাখ 18 হাজার 548 । ঝাড়্গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর সেই চেক তুলে দেন জেলাশাসক আয়েশা রানী'র হাতে । এই অসময়ে পুলিশ কর্মীদের এই সাহায্য অনেকটাই সুবিধা দেবে বলে মত জঙ্গল মহলের মানুষের l