মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । পরীক্ষাটির মাধ্যমে নিম্নলিখিত পোস্টগুলিতে নিয়োগ করা হবে।
১. অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসার ২. ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার/ব্লক ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার ৩. ব্লক ইউথ অফিসার/ মিউনিসিপ্যালিটি ইউথ অফিসার/ বরো ইউথ অফিসার ৪. ব্লক ওয়েলফেয়ার অফিসার / ওয়েলফেয়ার অফিসার ৫. ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ৬. অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার ৭. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ৮. কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস ৯. ইনস্পেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ১০. কনজ়িউমার ওয়েলফেয়ার অফিসার ১১. সেভিং ডেভলপমেন্ট অফিসার ১২. পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট লেবার সার্ভিস ১৩. অডিটর অফ কো- অপারেটিভ সোসাইটিজ় ১৪. অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ ১৫. এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন ১৬. লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন ১৭. অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস ১৮. ইনভেস্টিগেটিং ইনস্পেক্টর ১৯. রেভিনিউ ইন্সপেক্টর, এছাড়াও কয়েকটি পোস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হবে। শূন্যপদের সংখ্যা জানানো হবে পরে । পরীক্ষাটি হবে তিনটি ধাপে । প্রিলিমিনারি (অবজেকটিভ), ফাইনাল (কনভেনশনাল-লিখিত) এবং পার্সোনালিটি টেস্ট । প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত হতে হবে ।
বয়স : ১-১-২০১৯ পর্যন্ত ন্যূনতম ২০ বছর। সর্বোচ্চ ৩৯ বছর ।
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য নিয়মানুযায়ী ছাড় থাকছে ।
বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে চাকরিপ্রার্থীকে (নেপালি যাদের মাতৃভাষা তাদের জন্য প্রযোজ্য নয়)
ফি : আবেদনের সময় ফি লাগবে ১৬০ টাকা ও সার্ভিস চার্জ । SC, ST, PWD -দের কোনও ফি দিতে হবে না।
আবেদন : আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। www.pscwbapplication.in- এ। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ জুন। চলবে ১ জুলাই (রাত ১২ টা) পর্যন্ত। ১ জুলাই (রাত ১২ টা) পর্যন্তই অনলাইনে ফি জমা করা যাবে। অফলাইনে ফি দেওয়া যাবে ২ জুলাই পর্যন্ত ।
অন্যান্য সহযোগিতায় ও প্রয়োজনে প্রার্থীরা নিম্নলিখিত নম্বরগুলিতে যে কোনও কাজের দিনে যোগাযোগ করতে পারেন(সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত)।
(033) 2262-4181 [অফলাইন পেমেন্ট সংক্রান্ত]
(033) 4003-5104 [ অনলাইন পেমেন্ট সংক্রান্ত]
প্রযুক্তিগত সহায়তার জন্য হেল্পডেস্ক নম্বর
9836219994
9836289994
9073953820
ইমেল : pscwbhelp@gmail.com
DISCLAIMER : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।