ETV Bharat / briefs

ISIS নজরে ভারত, হামলা হতে পারে কোচিতে; সতর্কতা গোয়েন্দা রিপোর্টে - Terrorism

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারত, শ্রীলঙ্কতে 'উলফ অ্যাটাক' চালানোর পরিকল্পনা করছে ISIS ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 11:52 AM IST

তিরুবন্তপুরম, 20 জুন : ইরাক ও সিরিয়াতে ক্রমশ জমি হারাচ্ছে ISIS । তাই এবার তাদের নজর ভারত, শ্রীলঙ্কা সহ ভারতীয় মহাসাগরীয় এলাকার দেশগুলি । সেখানে 'উলফ অ্যাটাক' চালানোর পরিকল্পনা করছে ISIS ।

কেরালার গোয়েন্দা দপ্তর থেকে রাজ্য পুলিশকে তিনটি চিঠি পাঠানো হয়েছে । তাতে ISIS-এর সম্ভাব্য সংগঠন বিস্তারের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে । সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, ইরাক ও সিরিয়াতে জমি হারানোর পর বিভিন্ন দেশ প্রতিনিধি সংগ্রহ করতে শুরু করে ISIS ।

15 দিন আগে আরও একটি গোয়েন্দা সতকর্তা পাঠানো হয় । সেই রিপোর্ট অনুযায়ী, একটি শপিং মল সহ কোচির গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালাতে পারে ISIS । গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ভারতে নেটদুনিয়ায় ISIS-এর কার্যকলাপ বেড়েছে । যা সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার পূর্বাভাস ।

গোয়েন্দাদের একাংশের মতে, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কাশ্মীরে ISIS-র প্রভাব সবথেকে বেশি । এতদিন পর্যন্ত যোগাযোগের জন্য ISIS-এর অপারেটিভরা মূলত টেলিগ্রাম ম্যাসেঞ্জার ব্যবহার করত । কিন্তু, এখন তথ্য গোপন রাখার জন্য সিগনাল, সাইলেন্ট টেক্সের মতো অ্যাপ ব্যবহার করছে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিকের বক্তব্য, গত কয়েক বছরে কেরালা থেকে কমপক্ষে 100 জন ISIS-এ যোগ দিয়েছে । এছাড়াও, কট্টরপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ বেশ কয়েকজনকে চিহ্নিত করে রাজ্যের 21 টি কাউন্সেলিং সেন্টারে তাদের চরমপন্থা নিরসনের চেষ্টা চলছে । ওই পুলিশ আধিকারিকের বক্তব্য, সেই সংখ্যাটা প্রায় 3 হাজারের কাছাকাছি ।

সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ সিকিউরিটি সেলকে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, কট্টরপন্থী পুলিশ অফিসারদের চিহ্নিত করতে 10-12টি অনলাইন হানি ট্র্যাপ সেলকে কাজে লাগানো হচ্ছে । এপ্রিল মাসে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত প্রায় 30 জনের উপর নজর রয়েছে পুলিশের । শ্রীলঙ্কা থেকে ISIS জঙ্গিদের ভারতে প্রবেশ আটকাতে মে'র শেষ দিক কেরালা উপকূলে কড়া সতকর্তা জারি রয়েছে ।

তিরুবন্তপুরম, 20 জুন : ইরাক ও সিরিয়াতে ক্রমশ জমি হারাচ্ছে ISIS । তাই এবার তাদের নজর ভারত, শ্রীলঙ্কা সহ ভারতীয় মহাসাগরীয় এলাকার দেশগুলি । সেখানে 'উলফ অ্যাটাক' চালানোর পরিকল্পনা করছে ISIS ।

কেরালার গোয়েন্দা দপ্তর থেকে রাজ্য পুলিশকে তিনটি চিঠি পাঠানো হয়েছে । তাতে ISIS-এর সম্ভাব্য সংগঠন বিস্তারের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে । সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, ইরাক ও সিরিয়াতে জমি হারানোর পর বিভিন্ন দেশ প্রতিনিধি সংগ্রহ করতে শুরু করে ISIS ।

15 দিন আগে আরও একটি গোয়েন্দা সতকর্তা পাঠানো হয় । সেই রিপোর্ট অনুযায়ী, একটি শপিং মল সহ কোচির গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালাতে পারে ISIS । গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ভারতে নেটদুনিয়ায় ISIS-এর কার্যকলাপ বেড়েছে । যা সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার পূর্বাভাস ।

গোয়েন্দাদের একাংশের মতে, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কাশ্মীরে ISIS-র প্রভাব সবথেকে বেশি । এতদিন পর্যন্ত যোগাযোগের জন্য ISIS-এর অপারেটিভরা মূলত টেলিগ্রাম ম্যাসেঞ্জার ব্যবহার করত । কিন্তু, এখন তথ্য গোপন রাখার জন্য সিগনাল, সাইলেন্ট টেক্সের মতো অ্যাপ ব্যবহার করছে ।

এক সিনিয়র পুলিশ আধিকারিকের বক্তব্য, গত কয়েক বছরে কেরালা থেকে কমপক্ষে 100 জন ISIS-এ যোগ দিয়েছে । এছাড়াও, কট্টরপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ বেশ কয়েকজনকে চিহ্নিত করে রাজ্যের 21 টি কাউন্সেলিং সেন্টারে তাদের চরমপন্থা নিরসনের চেষ্টা চলছে । ওই পুলিশ আধিকারিকের বক্তব্য, সেই সংখ্যাটা প্রায় 3 হাজারের কাছাকাছি ।

সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ সিকিউরিটি সেলকে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, কট্টরপন্থী পুলিশ অফিসারদের চিহ্নিত করতে 10-12টি অনলাইন হানি ট্র্যাপ সেলকে কাজে লাগানো হচ্ছে । এপ্রিল মাসে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত প্রায় 30 জনের উপর নজর রয়েছে পুলিশের । শ্রীলঙ্কা থেকে ISIS জঙ্গিদের ভারতে প্রবেশ আটকাতে মে'র শেষ দিক কেরালা উপকূলে কড়া সতকর্তা জারি রয়েছে ।

AP Video Delivery Log - 0400 GMT News
Thursday, 20 June, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0326: Profile Turkey Opposition AP Clients Only 4216686
Profile of opposition candidate for Istanbul mayor
AP-APTN-0325: Profile Turkey Yildirim AP Clients Only 4216687
Profile of candidate for Istanbul mayor Yildirim
AP-APTN-0249: US CA Young Mountain Climber Must Credit Mike Schneiter 4216685
10-year-old girl climbs Yosemite's "El Capitan"
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.