ETV Bharat / briefs

ধোনির অভিজ্ঞতা না রোহিতের তারুণ্য, IPL-র প্রথম ম্যাচে বাজিমাত করবে কে ?

author img

By

Published : Sep 18, 2020, 8:54 PM IST

যদি প্রথম ম্যাচের দিকে তাকানো হয় তাহলে বলাই যায় , এর থেকে ভালো শুরু টুর্নামেন্টে আর হত না । একসময় প্রথম ম্যাচে চেন্নাইয়ের খেলা নিয়ে সংশয় তৈরি হয় । কিন্তু আশঙ্কার কালো মেঘ সরিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে তৈরি চেন্নাই ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
মুম্বই বনাম চেন্নাই

আবুধাবি, 18 সেপ্টেম্বর : দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার অবসান । নির্ধারিত সূচির 5 মাস পর আগামীকাল আবুধাবিতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ 2020 । UAE তে টুর্নামেন্ট শুরু হচ্ছে গতবারের দুই ফাইনালিস্টদের দিয়ে । আবুধাবিতে মুখোমুখি রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস । তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা । এখানে থাকবে না ওয়ানখেড়ের দর্শকদের গগন ফাটা চিৎকার, না থাকবে চিপকের দর্শকদের হুইসেল । তবে টিভির পর্দায় চোখ রাখবে গোটা ক্রিকেট বিশ্ব । দর্শকশূন্য স্টেডিয়ামে রোহিত - ধোনির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটভক্তরা ।

তবে যদি প্রথম ম্যাচের দিকে তাকানো হয় তাহলে বলাই যায় , এর থেকে ভালো শুরু টুর্নামেন্টে আর হত না । একসময় প্রথম ম্যাচে চেন্নাইয়ের খেলা নিয়ে সংশয় তৈরি হয় । কিন্তু আশঙ্কার কালো মেঘ সরিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে তৈরি চেন্নাই ।

তবে এবারই প্রথম নয় । এর আগে 2009 সালেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল । দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সচিন, জায়সূর্য, ও মালিঙ্গার বিক্রমের সামনে 19 রানে ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস ।

তবে এবারের প্রেক্ষাপটে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স । দলে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, কিরণ পোলার্ড, কুইন্টন ডি কক, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার মতো ক্রিকেটাররা আছেন । যারা শুধুমাত্র, চেন্নাইয়ের নয় টুর্নামেন্টের সব দলের ঘুম ছোটাতে বাধ্য ।

অন্যদিকে, টুর্নামেন্টের আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস । দলের অন্যতম সেরা ও ধারাবাহিক ক্রিকেটার সুরেশ রায়না নিজস্ব কারণে দেশে ফিরে এসেছেন । 2020 গোটা IPL এই হয়ত দেখা যাবে না তাঁকে । তবে চেন্নাই দলটাকে অভিজ্ঞতার ভান্ডার বলা চলে । দলে, ধোনি, ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, আম্বাতি রাইডু, কেদার যাদবের মতো ক্রিকেটার আছে ।

বছরের এই সময়ে ক্রিকেটারদের সামনে বড় বাধা হতে পারে আবুধাবির আবহাওয়া । বর্তমানে আবুধাবিতে প্রচন্ড গরম । রাতেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম । বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই ।

আবুধাবির 22 গজ স্পিনার সহায়ক । আবহাওয়া গরম থাকলেও পিচে আদ্রতা নেই । তুলনামূলকভাবে খানিকটা হলেও পিচ স্লো । অর্থাৎ এই 22 গজে রান তুলতে , যথেষ্ট কসরত করতে হবে ব্যাটসম্যানদের ।

চেন্নাই শিবিরে অভিজ্ঞতার ভান্ডার থাকলেও, বেশিরভাগ ক্রিকেটারই ম্যাচ প্র্যাক্টিসে নেই দীর্ঘদিন । যদিও কোরোনা পরিস্থিতিতে একই অবস্থা মুম্বাইয়েরও। তাও বলা যায়, নিজের দিনে আগুনে ফর্ম দেখাতেই পারেন পোলার্ড, রোহিতরা । তুলনায় কিছুটা হলেও পিছিয়ে পড়বেন ওয়াটসন, ডুপ্লেসিরা । অন্যদিকে প্রায় এক বছরের বেশি সময় পর ফের মাঠে নামবেন মাহেন্দ্র সিং ধোনি । তাই সবদিক বিচার করে বলাই যায় প্রথম ম্যাচে অ্যাডভান্টেজে টিম মুম্বই ।

আবুধাবি, 18 সেপ্টেম্বর : দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার অবসান । নির্ধারিত সূচির 5 মাস পর আগামীকাল আবুধাবিতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ 2020 । UAE তে টুর্নামেন্ট শুরু হচ্ছে গতবারের দুই ফাইনালিস্টদের দিয়ে । আবুধাবিতে মুখোমুখি রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস । তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা । এখানে থাকবে না ওয়ানখেড়ের দর্শকদের গগন ফাটা চিৎকার, না থাকবে চিপকের দর্শকদের হুইসেল । তবে টিভির পর্দায় চোখ রাখবে গোটা ক্রিকেট বিশ্ব । দর্শকশূন্য স্টেডিয়ামে রোহিত - ধোনির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটভক্তরা ।

তবে যদি প্রথম ম্যাচের দিকে তাকানো হয় তাহলে বলাই যায় , এর থেকে ভালো শুরু টুর্নামেন্টে আর হত না । একসময় প্রথম ম্যাচে চেন্নাইয়ের খেলা নিয়ে সংশয় তৈরি হয় । কিন্তু আশঙ্কার কালো মেঘ সরিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে তৈরি চেন্নাই ।

তবে এবারই প্রথম নয় । এর আগে 2009 সালেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল । দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সচিন, জায়সূর্য, ও মালিঙ্গার বিক্রমের সামনে 19 রানে ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস ।

তবে এবারের প্রেক্ষাপটে টুর্নামেন্টের অন্যতম সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স । দলে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, কিরণ পোলার্ড, কুইন্টন ডি কক, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার মতো ক্রিকেটাররা আছেন । যারা শুধুমাত্র, চেন্নাইয়ের নয় টুর্নামেন্টের সব দলের ঘুম ছোটাতে বাধ্য ।

অন্যদিকে, টুর্নামেন্টের আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস । দলের অন্যতম সেরা ও ধারাবাহিক ক্রিকেটার সুরেশ রায়না নিজস্ব কারণে দেশে ফিরে এসেছেন । 2020 গোটা IPL এই হয়ত দেখা যাবে না তাঁকে । তবে চেন্নাই দলটাকে অভিজ্ঞতার ভান্ডার বলা চলে । দলে, ধোনি, ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, আম্বাতি রাইডু, কেদার যাদবের মতো ক্রিকেটার আছে ।

বছরের এই সময়ে ক্রিকেটারদের সামনে বড় বাধা হতে পারে আবুধাবির আবহাওয়া । বর্তমানে আবুধাবিতে প্রচন্ড গরম । রাতেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম । বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই ।

আবুধাবির 22 গজ স্পিনার সহায়ক । আবহাওয়া গরম থাকলেও পিচে আদ্রতা নেই । তুলনামূলকভাবে খানিকটা হলেও পিচ স্লো । অর্থাৎ এই 22 গজে রান তুলতে , যথেষ্ট কসরত করতে হবে ব্যাটসম্যানদের ।

চেন্নাই শিবিরে অভিজ্ঞতার ভান্ডার থাকলেও, বেশিরভাগ ক্রিকেটারই ম্যাচ প্র্যাক্টিসে নেই দীর্ঘদিন । যদিও কোরোনা পরিস্থিতিতে একই অবস্থা মুম্বাইয়েরও। তাও বলা যায়, নিজের দিনে আগুনে ফর্ম দেখাতেই পারেন পোলার্ড, রোহিতরা । তুলনায় কিছুটা হলেও পিছিয়ে পড়বেন ওয়াটসন, ডুপ্লেসিরা । অন্যদিকে প্রায় এক বছরের বেশি সময় পর ফের মাঠে নামবেন মাহেন্দ্র সিং ধোনি । তাই সবদিক বিচার করে বলাই যায় প্রথম ম্যাচে অ্যাডভান্টেজে টিম মুম্বই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.