লাহোর, 26 জুন : ক্রিকেটারদেরস্বাস্থ্যের প্রতি অবহেলা। এরজন্যই PCB ও তার মেডিকেল স্টাফদেরতীব্র ভর্ৎসনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। ইংল্যান্ডেরবিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য 29 জনের দল বাছা হয়েছিল তারমধ্যে 9 জনেরশরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। এছাড়া একজন সাপোর্ট স্টাফও কোরোনা আক্রান্ত ।প্রথমদিকে তিন জনক্রিকেটারের শরীরে কোরোনা পজিটিভ ধরা পড়ে । মঙ্গলবার PCB নিশ্চিত করে আরও 7 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া গেছে । নতুনকরে যে 7 ক্রিকেটারকোরোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন, ফাকর জামান, ইমরানখান, কাশিফভাট্টি, মহম্মদহাফিজ, মহম্মদহাসনাইন, মহম্মদরিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। যদিও এই 7 জনেরকারুরই কোরোনার কোনও উপসর্গ থাকেনি । ম্যানচেস্টার উড়ে যাওয়ার আগে প্রথম রাউন্ডেরপরীক্ষায় সবার কোরোনা ধরা পড়ে ।নিজের ইউটিউবচ্যানেলে ইনজামাম উল হক বলেন," PCB কোনও সাহায্য করছে না । PCB-র মেডিকেল স্টাফরা দু'দিনধরে ক্রিকেটারদের ফোন তুলছেন না । এটা খুব খারাপ ব্যবহার। আমি PCBকে অনুরোধ করব পুরো বিষয়টিকে ভালো করে নজর দেবার জন্য ।"
50 বছরের এই পাকিস্তানি ক্রিকেটার আরও বলেন, ন্যাশনালক্রিকেট একাডেমিতে এই ক্রিকেটারদের আইসোলেশন এর ব্যবস্থা করা উচিত PCB র ।
ক্রিকেটারদের স্বাস্থ্য প্রসঙ্গে PCB-কে নিশানা ইনজির - মহম্মদ হাফিজ
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য 29 জনের দল বাছা হয়েছিল তার মধ্যে 9 জনের শরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। এছাড়া একজন সাপোর্ট স্টাফও কোরোনা আক্রান্ত ।
PCB
লাহোর, 26 জুন : ক্রিকেটারদেরস্বাস্থ্যের প্রতি অবহেলা। এরজন্যই PCB ও তার মেডিকেল স্টাফদেরতীব্র ভর্ৎসনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। ইংল্যান্ডেরবিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য 29 জনের দল বাছা হয়েছিল তারমধ্যে 9 জনেরশরীরে মেলে কোরোনা ভাইরাসের হদিস। এছাড়া একজন সাপোর্ট স্টাফও কোরোনা আক্রান্ত ।প্রথমদিকে তিন জনক্রিকেটারের শরীরে কোরোনা পজিটিভ ধরা পড়ে । মঙ্গলবার PCB নিশ্চিত করে আরও 7 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া গেছে । নতুনকরে যে 7 ক্রিকেটারকোরোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন, ফাকর জামান, ইমরানখান, কাশিফভাট্টি, মহম্মদহাফিজ, মহম্মদহাসনাইন, মহম্মদরিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। যদিও এই 7 জনেরকারুরই কোরোনার কোনও উপসর্গ থাকেনি । ম্যানচেস্টার উড়ে যাওয়ার আগে প্রথম রাউন্ডেরপরীক্ষায় সবার কোরোনা ধরা পড়ে ।নিজের ইউটিউবচ্যানেলে ইনজামাম উল হক বলেন," PCB কোনও সাহায্য করছে না । PCB-র মেডিকেল স্টাফরা দু'দিনধরে ক্রিকেটারদের ফোন তুলছেন না । এটা খুব খারাপ ব্যবহার। আমি PCBকে অনুরোধ করব পুরো বিষয়টিকে ভালো করে নজর দেবার জন্য ।"
50 বছরের এই পাকিস্তানি ক্রিকেটার আরও বলেন, ন্যাশনালক্রিকেট একাডেমিতে এই ক্রিকেটারদের আইসোলেশন এর ব্যবস্থা করা উচিত PCB র ।
50 বছরের এই পাকিস্তানি ক্রিকেটার আরও বলেন, ন্যাশনালক্রিকেট একাডেমিতে এই ক্রিকেটারদের আইসোলেশন এর ব্যবস্থা করা উচিত PCB র ।
ক্রিকেটারদের স্বাস্থ্য প্রসঙ্গে PCB-কে নিশানা ইনজির