ETV Bharat / briefs

বাতিল হল ভারতের শ্রীলঙ্কা সফর - SC

বাতিল হল ভারতের শ্রীলঙ্কা সফর। সোশাল মিডিয়ায় একথা জানায় ICC। কোরোনার কারণে এই সফর বাতিল করল ভারতীয় বোর্ড।

Inage
India vs srilanka
author img

By

Published : Jun 11, 2020, 9:44 PM IST

Updated : Jun 11, 2020, 10:20 PM IST

হায়দরাবাদ, 11 জুন : বাতিল করা হলভারতের শ্রীলঙ্কা সফর । কোরোনা ভাইরাসের কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ।তাই দু'দেশেরক্রিকেট বোর্ডের তরফে সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ক্রিকেটের সর্বোচ্চনিয়ামক সংস্থা একথা সোশাল মিডিয়ায় ঘোষণা করে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরতরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সফর বাতিল হওয়ার কথা জানানো হয় । বলে হয় কোরোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ ICC টুইট করে বলে, " এই মাসের শেষ দিকে ভারতের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। কোরোনা ভাইরাসের কারণে সেটা স্থগিত করা হল ।"
জুনের শেষ সপ্তাহথেকে জুলাই পর্যন্ত ভারত শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও তিনটি টি-20 ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল । যদিও ম্যাচের দিন ঠিক করা হয়নি ।

  • India's tour to Sri Lanka, which was scheduled to take place later this month, has become the latest series to be postponed due to the ongoing COVID-19 pandemic. pic.twitter.com/nqO3urKiNP

    — ICC (@ICC) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও একটি বিবৃতি দিয়ে একথা স্বীকার করে নিয়েছে । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এদিন বলেছে, " BCCI এর তরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে , কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এই সিরিজ খেলতে রাজি নয় তারা ।

হায়দরাবাদ, 11 জুন : বাতিল করা হলভারতের শ্রীলঙ্কা সফর । কোরোনা ভাইরাসের কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ।তাই দু'দেশেরক্রিকেট বোর্ডের তরফে সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ক্রিকেটের সর্বোচ্চনিয়ামক সংস্থা একথা সোশাল মিডিয়ায় ঘোষণা করে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরতরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সফর বাতিল হওয়ার কথা জানানো হয় । বলে হয় কোরোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ ICC টুইট করে বলে, " এই মাসের শেষ দিকে ভারতের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। কোরোনা ভাইরাসের কারণে সেটা স্থগিত করা হল ।"
জুনের শেষ সপ্তাহথেকে জুলাই পর্যন্ত ভারত শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও তিনটি টি-20 ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল । যদিও ম্যাচের দিন ঠিক করা হয়নি ।

  • India's tour to Sri Lanka, which was scheduled to take place later this month, has become the latest series to be postponed due to the ongoing COVID-19 pandemic. pic.twitter.com/nqO3urKiNP

    — ICC (@ICC) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও একটি বিবৃতি দিয়ে একথা স্বীকার করে নিয়েছে । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এদিন বলেছে, " BCCI এর তরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে , কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এই সিরিজ খেলতে রাজি নয় তারা ।
Last Updated : Jun 11, 2020, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.