ETV Bharat / briefs

Mission Vande Bharat Express : বন্দে ভারত এক্সপ্রেস তৈরিতে তোড়জোড়, তালিকাভুক্ত 9 কোম্পানি

author img

By

Published : Feb 6, 2022, 9:22 AM IST

একদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা, অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ বন্দে ভারত ট্রেনের কথা জানিয়েছেন । তাই নির্ধারিত সময়ে বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ শেষ করতে তোড়জোড় শুরু করে দিয়েছে রেলমন্ত্রক (Mission Vande Bharat Express) ।

Vande Bharat Train Production
Railway Ministry on Vande Bharat Trains

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : লক্ষ্যপূরণ করতে হবে আগামী 3 বছরের মধ্যে । তাই ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উৎপাদনের গতি বাড়াতে উঠেপড়ে লেগেছে ভারতীয় রেল । গত বছর প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে জানিয়েছিলেন এবং 2022-এর বাজেটে নির্মলা সীতারমনও এই বিশেষ ট্রেন নিয়ে ঘোষণা করেছেন । ইতিমধ্যে 44টি বন্দে ভারত ট্রেনের উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । পরবর্তী ধাপে 58টি ট্রেন তৈরিতে টেন্ডার ডেকেছিল রেল কর্তৃপক্ষ (Indian Railways shortlists nine firms for manufacturing Vande Bharat Express) ।

এই টেন্ডার তালিকায় ন'টি কোম্পানির নাম রয়েছে । এর মধ্যে আছে সিমেনস, বিএইচইএল, মেধা, টিটাগর ওয়াগনস, বোমবারডিয়ার, ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড । গতবছর 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2023-এর মধ্যে 75টি বন্দে ভারত ট্রেন তৈরির কথা ঘোষণা করেছিলেন । এবছর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে 400টি নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস (400 new generation Vande Bharat Express) উৎপাদনের পরিকল্পনা জানিয়েছেন । এই ট্রেনগুলি উন্নত প্রযুক্তির হবে ।

আরও পড়ুন : Vande Bharat Trains : আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে দ্বিতীয় পর্যায়ের বন্দে ভারত ট্রেন উৎপাদনের কাজ চলছে । আসন্ন এপ্রিলে এর পরীক্ষানিরীক্ষা শুরু হবে । 44টি বন্দে ভারত ট্রেনের কাজ চলছে, তাতে বসার ব্যবস্থা আরও উন্নত, এসিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সিস্টেম থাকবে, কম আওয়াজ হবে । নতুন প্রজন্মের এই ট্রেনগুলি স্টিলের বদলে হালকা ওজনের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে ।

এখন 16 বগির প্রতিটি ট্রেন তৈরিতে 106 কোটি টাকা খরচ হচ্ছে । এরপরে যে ট্রেনগুলি তৈরি হবে, তার জন্য আরও 25 কোটি টাকা বেশি ব্যয় করা হবে । এবছরের কেন্দ্রীয় বাজেটে 1 লক্ষ 37 হাজার কোটি টাকা মূলধন রেলমন্ত্রকের জন্য ধার্য করা হয়েছে ।

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : লক্ষ্যপূরণ করতে হবে আগামী 3 বছরের মধ্যে । তাই ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উৎপাদনের গতি বাড়াতে উঠেপড়ে লেগেছে ভারতীয় রেল । গত বছর প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে জানিয়েছিলেন এবং 2022-এর বাজেটে নির্মলা সীতারমনও এই বিশেষ ট্রেন নিয়ে ঘোষণা করেছেন । ইতিমধ্যে 44টি বন্দে ভারত ট্রেনের উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । পরবর্তী ধাপে 58টি ট্রেন তৈরিতে টেন্ডার ডেকেছিল রেল কর্তৃপক্ষ (Indian Railways shortlists nine firms for manufacturing Vande Bharat Express) ।

এই টেন্ডার তালিকায় ন'টি কোম্পানির নাম রয়েছে । এর মধ্যে আছে সিমেনস, বিএইচইএল, মেধা, টিটাগর ওয়াগনস, বোমবারডিয়ার, ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড । গতবছর 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2023-এর মধ্যে 75টি বন্দে ভারত ট্রেন তৈরির কথা ঘোষণা করেছিলেন । এবছর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে 400টি নতুন প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস (400 new generation Vande Bharat Express) উৎপাদনের পরিকল্পনা জানিয়েছেন । এই ট্রেনগুলি উন্নত প্রযুক্তির হবে ।

আরও পড়ুন : Vande Bharat Trains : আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে দ্বিতীয় পর্যায়ের বন্দে ভারত ট্রেন উৎপাদনের কাজ চলছে । আসন্ন এপ্রিলে এর পরীক্ষানিরীক্ষা শুরু হবে । 44টি বন্দে ভারত ট্রেনের কাজ চলছে, তাতে বসার ব্যবস্থা আরও উন্নত, এসিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সিস্টেম থাকবে, কম আওয়াজ হবে । নতুন প্রজন্মের এই ট্রেনগুলি স্টিলের বদলে হালকা ওজনের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে ।

এখন 16 বগির প্রতিটি ট্রেন তৈরিতে 106 কোটি টাকা খরচ হচ্ছে । এরপরে যে ট্রেনগুলি তৈরি হবে, তার জন্য আরও 25 কোটি টাকা বেশি ব্যয় করা হবে । এবছরের কেন্দ্রীয় বাজেটে 1 লক্ষ 37 হাজার কোটি টাকা মূলধন রেলমন্ত্রকের জন্য ধার্য করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.