ETV Bharat / briefs

চিন সীমান্তে গ্রাম খালি করার খবর ভুয়ো, জানাল ভারতীয় সেনা - india-china stand off 2020

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়,অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলি খালি করানো হয়েছে । ভারতীয় সেনার তরফে জানানো হয়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ।

assam
ফাইল ছবি
author img

By

Published : Sep 10, 2020, 1:23 PM IST

তেজ়পুর (অসম), 10 সেপ্টেম্বর : চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলিকে খালি করা হচ্ছে না । এই কথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় সেনা । এমনকী অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের সংবাদমাধ্যমের এই ধরনের খবরে গুরুত্ব না দেওয়ার আর্জি জানায় তারা ।

তেজ়পুর ডিফেন্সের জনসংযোগ আধিকারিকের তরফে টুইট করা হয় । লেখা হয়, “প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রামগুলি খালি করা হচ্ছে, এই ধরনের খবর মিথ্যা । অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের এই গুজবে গুরুত্ব না দেওয়ার আর্জি জানানো হচ্ছে । প্রশাসনের তরফে সমস্তরকম তথ্য জেনে নিশ্চিত হন ।”

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়, লাদাখে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি তপ্ত । অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলি খালি করানো হয়েছে । এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানানো হয়, খবর ভুয়ো । সম্পূর্ণ বিষয়টিই অস্বীকার করে তারা ।

এপ্রিল-মে মাস থেকেই লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । জুনে ভারত-চিনা সেনা সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনের তরফে হতাহতের কোনও খবর নিশ্চিত করা হয়নি । এদিকে সম্প্রতি আবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে সীমান্ত পরিস্তিতি তপ্ত হয়েছে । কীভাবে সমস্যার সমাধান হবে, এখন সেই অপেক্ষাই ।

তেজ়পুর (অসম), 10 সেপ্টেম্বর : চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলিকে খালি করা হচ্ছে না । এই কথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় সেনা । এমনকী অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের সংবাদমাধ্যমের এই ধরনের খবরে গুরুত্ব না দেওয়ার আর্জি জানায় তারা ।

তেজ়পুর ডিফেন্সের জনসংযোগ আধিকারিকের তরফে টুইট করা হয় । লেখা হয়, “প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে গ্রামগুলি খালি করা হচ্ছে, এই ধরনের খবর মিথ্যা । অরুণাচলপ্রদেশ এবং অসমের নাগরিকদের এই গুজবে গুরুত্ব না দেওয়ার আর্জি জানানো হচ্ছে । প্রশাসনের তরফে সমস্তরকম তথ্য জেনে নিশ্চিত হন ।”

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়, লাদাখে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি তপ্ত । অরুণাচলপ্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী গ্রামগুলি খালি করানো হয়েছে । এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানানো হয়, খবর ভুয়ো । সম্পূর্ণ বিষয়টিই অস্বীকার করে তারা ।

এপ্রিল-মে মাস থেকেই লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । জুনে ভারত-চিনা সেনা সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনের তরফে হতাহতের কোনও খবর নিশ্চিত করা হয়নি । এদিকে সম্প্রতি আবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে সীমান্ত পরিস্তিতি তপ্ত হয়েছে । কীভাবে সমস্যার সমাধান হবে, এখন সেই অপেক্ষাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.