ETV Bharat / briefs

ফের ধাক্কা ভারতীয় শিবিরে, আগামী 2-3 ম্যাচে নেই ভুবনেশ্বর - cricket world cup 2019

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী 2-3টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার ।

ফোটো ফোটো
author img

By

Published : Jun 17, 2019, 9:13 AM IST

Updated : Jun 17, 2019, 11:34 AM IST

ম্যানচেস্টার, 17 জুন : হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী 2-3টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার । গতকাল নিজের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর মাঠের বাইরে চলে যান তিনি । ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, চোট খুব একটা গুরুতর নয় । তবে, আগামী 2-3 ম্যাচ তিনি মাঠের বাইরেই থাকবেন ।

ভারত- অস্ট্রেলিয়ার ম্যাচে চোট ভেঙে দেয় রোহিত-ধাওয়ান জুটি । আঙুলে চোটের জন্য আপাতত দলের বাইরে শিখর ধাওয়ান । গতকাল রোহিতের সাথে ওপেন করেন লোকেশ রাহুল । সফল হয়েছে এই জুটি । দলে আসেন বিজয় শংকর ড্রেসিংরুমে বসেই দলকে চিয়ারআপ করেন শিখর ।

বোলিংয়ে জোর দিতে ফর্মে থাকা ভুবিই গত চার ম্যাচে পছন্দ ছিল বিরাটের । গতকাল ম্যাচের শুরুতে ভুবির চোটে কপালে চিন্তার ভাঁজ পড়ে ভারতের । তবে, বাকি বোলাররা সেই শূন্যতা বুঝতে দেননি ।

ম্যানচেস্টার, 17 জুন : হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আগামী 2-3টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার । গতকাল নিজের তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর মাঠের বাইরে চলে যান তিনি । ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, চোট খুব একটা গুরুতর নয় । তবে, আগামী 2-3 ম্যাচ তিনি মাঠের বাইরেই থাকবেন ।

ভারত- অস্ট্রেলিয়ার ম্যাচে চোট ভেঙে দেয় রোহিত-ধাওয়ান জুটি । আঙুলে চোটের জন্য আপাতত দলের বাইরে শিখর ধাওয়ান । গতকাল রোহিতের সাথে ওপেন করেন লোকেশ রাহুল । সফল হয়েছে এই জুটি । দলে আসেন বিজয় শংকর ড্রেসিংরুমে বসেই দলকে চিয়ারআপ করেন শিখর ।

বোলিংয়ে জোর দিতে ফর্মে থাকা ভুবিই গত চার ম্যাচে পছন্দ ছিল বিরাটের । গতকাল ম্যাচের শুরুতে ভুবির চোটে কপালে চিন্তার ভাঁজ পড়ে ভারতের । তবে, বাকি বোলাররা সেই শূন্যতা বুঝতে দেননি ।


Raebareli (UP), May 01 (ANI): Congress General Secretary from Uttar Pradesh (East) Priyanka Gandhi visited Salon village in Raebareli on Wednesday. She interacted with supporters in Salon village. While speaking to media, she said, "BJP will suffer a major setback in Uttar Pradesh, they will lose badly. In those seats, where Congress is strong and our candidates are giving a tough fight, Congress will win. Where our candidates are weak, there we have given the candidates, who can cut the vote of BJP."
Last Updated : Jun 17, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.