ETV Bharat / briefs

বৃষ্টির জেরে পরিত্যক্ত ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ - India vs New Zealand match called off due to rain

4 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে কিউয়িরা । তিন ম্যাচে 5 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত ।

নটিংহ্যাম
author img

By

Published : Jun 13, 2019, 7:36 PM IST

Updated : Jun 13, 2019, 11:49 PM IST

নটিংহ্যাম, 13 জুন : বৃষ্টির জেরে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ । দুই দল এক পয়েন্ট করে পেল । এর ফলে, 4 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে কিউয়িরা । তিন ম্যাচে 5 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত ।

বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে টস হয়নি । পরে একাধিকবার খেলা শুরু করার চেষ্টা করলেও বৃষ্টির জেরে তা সম্ভবপর হয়নি । শেষপর্যন্ত ভারতীয় সময় সাড়ে সাতটার সময় আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানান ।

এই নিয়ে চলতি বিশ্বকাপের 4টি ম্যাচ বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল । বাকি ম্যাচগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে । সেজন্য সমালোচনার মুখেও পড়েছে ICC । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, ইংল্যান্ডে তো গ্রীষ্মের প্রথমে তুলনায় বেশি বৃষ্টি হয় । তাহলে তখন কেন বিশ্বকাপের আয়োজন করা হল ?

নটিংহ্যাম, 13 জুন : বৃষ্টির জেরে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ । দুই দল এক পয়েন্ট করে পেল । এর ফলে, 4 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে কিউয়িরা । তিন ম্যাচে 5 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত ।

বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে টস হয়নি । পরে একাধিকবার খেলা শুরু করার চেষ্টা করলেও বৃষ্টির জেরে তা সম্ভবপর হয়নি । শেষপর্যন্ত ভারতীয় সময় সাড়ে সাতটার সময় আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানান ।

এই নিয়ে চলতি বিশ্বকাপের 4টি ম্যাচ বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল । বাকি ম্যাচগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে । সেজন্য সমালোচনার মুখেও পড়েছে ICC । ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, ইংল্যান্ডে তো গ্রীষ্মের প্রথমে তুলনায় বেশি বৃষ্টি হয় । তাহলে তখন কেন বিশ্বকাপের আয়োজন করা হল ?

Muzaffarpur (Bihar), June 13 (ANI): Death toll of children has risen to 47 due to Acute Encephalitis Syndrome in Bihar today. Over 130 are admitted in hospitals. Encephalitis is a viral infection which causes mild flu-like symptoms such as fever and headache. Yesterday, Centre sent medical team to tackle rising encephalitis cases in the state.
Last Updated : Jun 13, 2019, 11:49 PM IST

For All Latest Updates

TAGGED:

World Cup
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.