ETV Bharat / briefs

আরও ক্ষিপ্র বিরাট ব্রিগেড, ইংল্যান্ডের বিরুদ্ধে "অ্যাওয়ে" জার্সি পরবেন ধোনিরা - Away Jersy

রবিরাব বার্মিংহ্যামে ইংল্যান্ডের অ্যাওয়ে জার্সি পরে খেলতে নামবে ভারত ।

নতুন জার্সি
author img

By

Published : Jun 28, 2019, 8:00 PM IST

মুম্বই, 28 জুন : অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরবে না ভারত । গেরুয়া বা কমলা রংয়ের জার্সি পরবেন ভারতীয় খেলোয়াড়রা । সোশাল মিডিয়ায় জার্সির একাধিক ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি BCCI । অবশেষে সেই জল্পনাতে সিলমোহর দিল ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থা । জানাল, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-নীল জার্সি পরে খেলবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা ।

একদিনের ক্রিকেটে দুটি দলের জার্সির রং অনেক সময় প্রায় এক হয়ে যেত । সেজন্য ফুটবলের মতো ক্রিকেটেও হোম ও অ্যাওয়ে জার্সির নিয়ম চালু করে ICC । চলতি বিশ্বকাপে যেমন আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার জার্সির রং নীল । যদিও আফগানিস্তান ম্যাচে হোম টিমের সুবিধা পাওয়ায় ভারত নীল জার্সি পরে । কিন্তু, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত অ্যাওয়ে দলের তকমা পেয়েছে । সেজন্য বিরাটরা কী জার্সি পরবেন এনিয়ে জল্পনা শুরু হয় । সোশাল মিডিয়ায় জার্সির বিভিন্ন ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও BCCI বা ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি । অবশেষে আজ বহুজাতিক সংস্থাটি ভারতের নতুন জার্সির উন্মোচন করে ।

এই সংক্রান্ত আরও খবর : ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে দেখা যেতে পারে ভারতকে

একটি বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়, "চলতি বছরে উন্মোচিত ODI ও অ্যাওয়ে কিট ভারতের নতুন প্রজন্ম ও নির্ভীক স্পিরিটের দ্বারা অনুপ্রাণিত ।" নতুন জার্সিতে কী কী সুবিধা রয়েছে তাও জানিয়েছে সংস্থাটি । বিবৃতিতে বলা হয়েছে, "সদ্য উন্মোচিত একদিনের কিটের মতো অ্যাওয়ে কিটটিও ডায়নামিক মুভমেন্ট ও আধুনিক চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ।" জার্সিতে সেলাই ও নির্ধারিত স্থানে থাকা সোয়েট জ়োনের ফলে খেলোয়াড়দের নিঃশ্বাস-প্রশ্বাস ক্ষমতা বাড়বে । জার্সিটি পাতলা হওয়ায় মাঠে খেলোয়াড়রা আরও ক্ষিপ্র হয়ে উঠবেন ।

India
ভারতীয় জার্সির পিঠের দিক

মুম্বই, 28 জুন : অনেকদিন ধরেই জল্পনা চলছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরবে না ভারত । গেরুয়া বা কমলা রংয়ের জার্সি পরবেন ভারতীয় খেলোয়াড়রা । সোশাল মিডিয়ায় জার্সির একাধিক ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি BCCI । অবশেষে সেই জল্পনাতে সিলমোহর দিল ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থা । জানাল, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-নীল জার্সি পরে খেলবেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা ।

একদিনের ক্রিকেটে দুটি দলের জার্সির রং অনেক সময় প্রায় এক হয়ে যেত । সেজন্য ফুটবলের মতো ক্রিকেটেও হোম ও অ্যাওয়ে জার্সির নিয়ম চালু করে ICC । চলতি বিশ্বকাপে যেমন আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার জার্সির রং নীল । যদিও আফগানিস্তান ম্যাচে হোম টিমের সুবিধা পাওয়ায় ভারত নীল জার্সি পরে । কিন্তু, রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত অ্যাওয়ে দলের তকমা পেয়েছে । সেজন্য বিরাটরা কী জার্সি পরবেন এনিয়ে জল্পনা শুরু হয় । সোশাল মিডিয়ায় জার্সির বিভিন্ন ডিজ়াইন ছড়িয়ে পড়ে । যদিও BCCI বা ভারতের জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি । অবশেষে আজ বহুজাতিক সংস্থাটি ভারতের নতুন জার্সির উন্মোচন করে ।

এই সংক্রান্ত আরও খবর : ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে দেখা যেতে পারে ভারতকে

একটি বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়, "চলতি বছরে উন্মোচিত ODI ও অ্যাওয়ে কিট ভারতের নতুন প্রজন্ম ও নির্ভীক স্পিরিটের দ্বারা অনুপ্রাণিত ।" নতুন জার্সিতে কী কী সুবিধা রয়েছে তাও জানিয়েছে সংস্থাটি । বিবৃতিতে বলা হয়েছে, "সদ্য উন্মোচিত একদিনের কিটের মতো অ্যাওয়ে কিটটিও ডায়নামিক মুভমেন্ট ও আধুনিক চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ।" জার্সিতে সেলাই ও নির্ধারিত স্থানে থাকা সোয়েট জ়োনের ফলে খেলোয়াড়দের নিঃশ্বাস-প্রশ্বাস ক্ষমতা বাড়বে । জার্সিটি পাতলা হওয়ায় মাঠে খেলোয়াড়রা আরও ক্ষিপ্র হয়ে উঠবেন ।

India
ভারতীয় জার্সির পিঠের দিক
New Delhi, June 28 (ANI): Singer and songwriter Nick Jonas starrer World War II film titled 'Midway's' trailer released on Friday. The upcoming movie comes from the director of 'Independence Day'. 'Midway' is based on real-life events and follows the story of the Battle of Midway, a clash between the American fleet and the Imperial Japanese Navy during World War II. The final scene of the trailer shows a soldier taking a glimpse at a monochrome photo of his wife and child inside of the fighter plane during the war. The upcoming film releasing on November 8 brings to life the heroic tales of the leaders and soldiers who used their instincts and bravery to fight against the odds.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.