ETV Bharat / briefs

এয়ার স্ট্রাইক করে শক্তি দেখিয়েছে ভারত : রাষ্ট্রপতি - India

আজ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । নিজের ভাষণে দেশের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি ।

ছবি সৌজন্যে : টুইটার @IAF_MCC
author img

By

Published : Jun 20, 2019, 12:10 PM IST

দিল্লি, 20 জুন : ভালোবাসার দিনে ঝরেছিল রক্ত । তরতাজা 40টি প্রাণ চলে গেছিল এক নিমেষে । থেমে থাকেনি ভারতও । জওয়ান হত্যার বদলা নিয়েছিল এয়ার স্ট্রাইকে । পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটি । আজ সংসদে সেই এয়ার স্ট্রাইকের উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ।

এই সংক্রান্ত আরও খবর : প্রত্যাঘাতের পথে বায়ুসেনা, জানতেন যে ৭ জন

চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।

এই সংক্রান্ত আরও খবর : "বালাকোট থেকে জঙ্গিদের দেহ রাতারাতি সরিয়েছিল পাকিস্তান"

এদিকে, আজ সংসদের অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে দেশের সুরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন । বলেন, "ভারতীয় সেনার শক্তিবৃদ্ধি করছে সরকার । সেনার হাতে আধুনিক অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া হচ্ছে ।" তুলে ধরেন এয়ার স্ট্রাইক প্রসঙ্গও । বলেন, "এয়ার স্ট্রাইক করে শক্তি দেখিয়েছে ভারত । অনুপ্রবেশ সমস্যা সমাধানেও সচেষ্ট সরকার ।"

এই সংক্রান্ত আরও খবর : কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি

দিল্লি, 20 জুন : ভালোবাসার দিনে ঝরেছিল রক্ত । তরতাজা 40টি প্রাণ চলে গেছিল এক নিমেষে । থেমে থাকেনি ভারতও । জওয়ান হত্যার বদলা নিয়েছিল এয়ার স্ট্রাইকে । পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটি । আজ সংসদে সেই এয়ার স্ট্রাইকের উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ।

এই সংক্রান্ত আরও খবর : প্রত্যাঘাতের পথে বায়ুসেনা, জানতেন যে ৭ জন

চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।

এই সংক্রান্ত আরও খবর : "বালাকোট থেকে জঙ্গিদের দেহ রাতারাতি সরিয়েছিল পাকিস্তান"

এদিকে, আজ সংসদের অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে দেশের সুরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন । বলেন, "ভারতীয় সেনার শক্তিবৃদ্ধি করছে সরকার । সেনার হাতে আধুনিক অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া হচ্ছে ।" তুলে ধরেন এয়ার স্ট্রাইক প্রসঙ্গও । বলেন, "এয়ার স্ট্রাইক করে শক্তি দেখিয়েছে ভারত । অনুপ্রবেশ সমস্যা সমাধানেও সচেষ্ট সরকার ।"

এই সংক্রান্ত আরও খবর : কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি

AP Video Delivery Log - 0600 GMT News
Thursday, 20 June, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-0536: US CA Sacramento Officer Shot PART: Must Credit KXTV/ABC10, No Access Sacramento, No Use US Broadcast Networks / PART: Must Credit KOVR, No Access Sacramento, No Use US Broadcast Networks 4216692
Sacramento officer shot, suspect fires at police
AP-APTN-0441: China Li CEOs AP Clients Only 4216690
Chinese Premier meets global CEOs in Beijing
AP-APTN-0404: Bolivia Neighbourhood Murals AP Clients Only 4216688
Bright murals transform Bolivian neighbourhood
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.