দিল্লি, 20 জুন : ভালোবাসার দিনে ঝরেছিল রক্ত । তরতাজা 40টি প্রাণ চলে গেছিল এক নিমেষে । থেমে থাকেনি ভারতও । জওয়ান হত্যার বদলা নিয়েছিল এয়ার স্ট্রাইকে । পাকিস্তানের মাটিতে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটি । আজ সংসদে সেই এয়ার স্ট্রাইকের উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ।
এই সংক্রান্ত আরও খবর : প্রত্যাঘাতের পথে বায়ুসেনা, জানতেন যে ৭ জন
চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।
এই সংক্রান্ত আরও খবর : "বালাকোট থেকে জঙ্গিদের দেহ রাতারাতি সরিয়েছিল পাকিস্তান"
এদিকে, আজ সংসদের অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে দেশের সুরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরেন । বলেন, "ভারতীয় সেনার শক্তিবৃদ্ধি করছে সরকার । সেনার হাতে আধুনিক অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া হচ্ছে ।" তুলে ধরেন এয়ার স্ট্রাইক প্রসঙ্গও । বলেন, "এয়ার স্ট্রাইক করে শক্তি দেখিয়েছে ভারত । অনুপ্রবেশ সমস্যা সমাধানেও সচেষ্ট সরকার ।"
এই সংক্রান্ত আরও খবর : কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি