ETV Bharat / briefs

চোরের মুখে মাস্ক, CCTV দেখেও চেনার উপায় নেই - সিসিটিভি

দুর্গাপুরে মিষ্টির দোকানে চুরি । এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর আবেদন ব্যবসায়ীদের ।

Theaf with mask
Theaf with mask
author img

By

Published : Sep 28, 2020, 7:19 PM IST

দুর্গাপুর, 28 সেপ্টেম্বর : মুখে মাস্ক পরে মিষ্টির দোকানে চুরি । সামনে এল CCTV ফুটেজ। কাঁকসার পানাগড় বাজার এলাকার ঘটনা । আতঙ্কিত ব্যবসায়ীমহল ।

দোকান মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের পিছনের দরজার তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখেন ক্যাশবাক্সে টাকা-পয়সা কিছু নেই । কাঁকসা থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । CCTV ফুটেজ খতিয়ে দেখে । দেখা যায়, মুখে মাস্ক পরে পিছনের দরজা ভেঙে একজন দোকানের ভিতরে ঢুকছে । CCTV কাপড় দিয়ে ঢেকে দেয় ।

ঘটনায় রীতিমতো আতঙ্কে ব্যবসায়ীরা । বাজার এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা । অন্যদিকে CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিতকরণের কাজ শুরু করছে কাঁকসা থানার পুলিশ ।

দুর্গাপুর, 28 সেপ্টেম্বর : মুখে মাস্ক পরে মিষ্টির দোকানে চুরি । সামনে এল CCTV ফুটেজ। কাঁকসার পানাগড় বাজার এলাকার ঘটনা । আতঙ্কিত ব্যবসায়ীমহল ।

দোকান মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের পিছনের দরজার তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখেন ক্যাশবাক্সে টাকা-পয়সা কিছু নেই । কাঁকসা থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । CCTV ফুটেজ খতিয়ে দেখে । দেখা যায়, মুখে মাস্ক পরে পিছনের দরজা ভেঙে একজন দোকানের ভিতরে ঢুকছে । CCTV কাপড় দিয়ে ঢেকে দেয় ।

ঘটনায় রীতিমতো আতঙ্কে ব্যবসায়ীরা । বাজার এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা । অন্যদিকে CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিতকরণের কাজ শুরু করছে কাঁকসা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.