ETV Bharat / briefs

কেরালায় বাম সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সায় কংগ্রেসের - Pinarayi Vijayan resignation

UDF- এর আহ্বায়ক বেননি বেহান্নান জানান, বৈঠকে আজ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি মুখ্যমন্ত্রী ও স্পিকারের ইস্তফা দাবি করা হবে ।

No confidence motion against Kerala's vijayan government
No confidence motion against Kerala's vijayan government
author img

By

Published : Jul 14, 2020, 4:25 AM IST

ত্রিবান্দ্রাম, 13 জুলাই : কূটনৈতিক ব্যাগে করে সোনা পাচারের রেশ এবার সরাসরি কেরালার রাজনীতিতে । মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ইস্তফার দাবিতে এবার সরব কেরালার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) । UDF- এর আহ্বায়ক বেননি বেহান্নান বলেন," বৈঠকে আজ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়েছে । পাশাপাশি স্পিকার পি শ্রীরামাকৃষ্ণননের ইস্তফা দাবি করা হবে ।"

সোনা পাচারকাণ্ডে ধৃত মহিলার সঙ্গে যোগ ছিল মুখ্যমন্ত্রী দপ্তরের । এই অভিযোগ তুলে শুরু থেকেই রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছিল বিরোধী দলগুলি । যদিও সোনা পাচারকাণ্ডে ধৃতদের সঙ্গে তাঁর দপ্তরের কোনও যোগ নেই বলে আগেই দাবি করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রীয় হস্তক্ষেপও চান তিনি ।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সোনা পাচারকাণ্ডে তদন্ত করছে NIA । রাজ্য সরকারের পক্ষ থেকেও এক IAS অফিসারকে বদলি করা হয়েছে । বদলি হওয়া উচ্চপদস্থ আধিকারিক এম শিব শংকর একসময় মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করতেন ।

UDF- এর আহ্বায়ক বেননি বেহান্নান বলেন, "সোনা পাচারকাণ্ডে মুখ্যমন্ত্রী দপ্তরের যোগ ক্রমশ প্রকাশ্যে আসছে । তাই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ।" বাম পরিচালিত LDF সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের যে সিদ্ধান্ত হয়েছে তা নেওয়ার আগে বিরোধী কংগ্রেস নেতা রমেশ চেননিথালার সঙ্গে সবিস্তার আলোচনা হয় বলেও জানান UDF আহ্বায়ক ।

ত্রিবান্দ্রাম, 13 জুলাই : কূটনৈতিক ব্যাগে করে সোনা পাচারের রেশ এবার সরাসরি কেরালার রাজনীতিতে । মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ইস্তফার দাবিতে এবার সরব কেরালার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) । UDF- এর আহ্বায়ক বেননি বেহান্নান বলেন," বৈঠকে আজ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়েছে । পাশাপাশি স্পিকার পি শ্রীরামাকৃষ্ণননের ইস্তফা দাবি করা হবে ।"

সোনা পাচারকাণ্ডে ধৃত মহিলার সঙ্গে যোগ ছিল মুখ্যমন্ত্রী দপ্তরের । এই অভিযোগ তুলে শুরু থেকেই রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছিল বিরোধী দলগুলি । যদিও সোনা পাচারকাণ্ডে ধৃতদের সঙ্গে তাঁর দপ্তরের কোনও যোগ নেই বলে আগেই দাবি করেছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রীয় হস্তক্ষেপও চান তিনি ।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সোনা পাচারকাণ্ডে তদন্ত করছে NIA । রাজ্য সরকারের পক্ষ থেকেও এক IAS অফিসারকে বদলি করা হয়েছে । বদলি হওয়া উচ্চপদস্থ আধিকারিক এম শিব শংকর একসময় মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করতেন ।

UDF- এর আহ্বায়ক বেননি বেহান্নান বলেন, "সোনা পাচারকাণ্ডে মুখ্যমন্ত্রী দপ্তরের যোগ ক্রমশ প্রকাশ্যে আসছে । তাই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ।" বাম পরিচালিত LDF সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের যে সিদ্ধান্ত হয়েছে তা নেওয়ার আগে বিরোধী কংগ্রেস নেতা রমেশ চেননিথালার সঙ্গে সবিস্তার আলোচনা হয় বলেও জানান UDF আহ্বায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.